ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেলেন মিচেল স্টার্ক। যদিও হতাশাতেই শেষ হলো তার বিশ্বকাপ। দল সেমি-ফাইনালে ইংল্যান্ডের কাছে হেরে বিদায় নিয়েছে। তবে বৃহস্পতিবার সেমির লড়াইয়ে গ্লেন ম্যাকগ্রার রেকর্ড ভেঙে গড়লেন নতুন বিশ্বরেকর্ড। বিশ্বকাপের এক আসরে সর্বোচ্চ উইকেট শিকারের রেকর্ড এখন স্টার্কের।
ইংল্যান্ডের বিপক্ষে এজবাস্টনে সেমি-ফাইনালে খেলতে নেমে জনি বেয়ারস্টোকে এলবিডব্লিউর ফাঁদে ফেলে নতুন এই মাইলফলক গড়েন বাঁ-হাতি এ অজি পেসার। ওয়ানডে বিশ্বকাপের এক আসরে তার উইকেট ২৭টি।
ওয়েষ্ট ইন্ডিজে অনুষ্ঠিত ২০০৭ বিশ্বকাপে ২৬ উইকেট নিয়ে বিশ্বরেকর্ড গড়েন অস্ট্রেলিয়ারই কিংবদন্তি পেসার গ্লেন ম্যাকগ্রা। তাকে পেছনে ফেললেন স্টার্ক। ২৯ বছরের এ তারকা বোলার লিগ পর্বে পাঁচ উইকেট নেন দুটি ম্যাচে।
প্রথমবার পাঁচ উইকেট নেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। দ্বিতীয় বার পাঁচ উইকেট তুলেন নিউজিল্যান্ডের বিপক্ষে।
স্টার্কের রেকর্ড গড়ার ম্যাচে অবশ্য হেরে গেছে অস্ট্রেলিয়া। ৮ উইকেটের জয়ে ফাইনালে পা রেখেছে ইংলিশরা।
নিউজিল্যান্ডের বিপক্ষে ১৪ জুলাই লর্ডসের ফাইনালে লড়বে তারা।