সেই আশির দশকের মাঠ কাঁপানো ফুটবলার তিনি। দুর্দান্ত ফুটবল শৈলী দিয়ে সেই স্বর্ণ যুগে মন জয় করে নিয়েছিলেন ফুটবল ভক্তদের। সেই মনির হোসেন মনু যাকে বলা হতো মোহামেডানের ‘কালো চিতা’। সেই সাবেক ফুটবলারটি না ফেরার দেশে পাড়ি চলে গেলেন শুক্রবার।
গত বছরের ১২ জুলাই লিভার সমস্যা নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন তিনি। এরপর সুস্থ হয়ে বাসায়ও ফিরেন। এ বছর আবারও হাসপাতালে ভর্তি হন। এবার আর ফেরা হল না। ৫৮ বছর বয়সে চলেই গেলেন মনু।
প্রচণ্ড গতির ফুটবলার মনু ১৯৮৬ সালের লিগে আবাহনীর বিপক্ষে প্রায় মাঝমাঠ থেকে দুর্দান্ত এক গোল করেছিলেন। তার সেই গোলেই আবাহনীকে হারিয়ে টানা তিন মৌসুম পর লিগ শিরোপা ঘরে তুলে মোহামেডান। তাছাড়া ১৯৮৭ সালে প্রেসিডেন্ট গোল্ডকাপ আন্তর্জাতিক ফুটবল প্রতিযোগিতায় চীনের গোয়াংডং ক্লাবের বিপক্ষে বাংলাদেশ সাদা দলের হয়ে মনুর আছে আরও একটি দুর্দান্ত গোল। ডি বক্সের বাইরে থেকে তার নেওয়া শটটি হঠাৎ বাঁক খেয়ে হতভম্ব করে দেন চীনের গোলকিপারকে।
১৯৮৭ সাল পর্যন্ত ছিলেন মোহামেডানে। তারপর ইয়ংমেন্স ফকিরেরপুল ক্লাবে নাম লেখান। যদিও এরপর আর তেমন কিছুই করা হয়নি। তিনি মোহামেডানের মনু হয়েই আছেন, থাকবেন!
Discussion about this post