সেই একই গল্প। একই পথে আরেকটি শিরোপা বার্সেলোনার। লিওনেল মেসি ম্যাজিকে বছরের চতুর্থ ট্রফি জিতল কাতালানরা। মঙ্গলবার রাতে নাটকীয় ফাইনালে সেভিয়াকে ৫-৪ গোলে হারিয়ে উয়েফা সুপার কাপে চ্যাম্পিয়ন হল বার্সা।
যদিও ম্যাচে একটা সময় ৪-১ গোলে এগিয়ে ছিল মেসির দল। কিন্তু এরপরই ঘুরে দাড়ায় সেভিয়া। জমে উঠে ম্যাচ। শেষ পর্যন্ত অতিরিক্ত সময়ের গোলে জিতে বার্সা।
ম্যাচে মেসি করেন দুটি গোল। বার্সার হয়ে অন্য গোলগুলো করেন লুইস সুয়ারেজ, পেদ্রো আর নাসচিমেন্তো।
আরেকটু হলে হ্যাটট্রিকই পেয়ে যাচ্ছিলেন মেসি। তা না হলেও শিরোপা জয়ে মুল ভুমিকা রাখেন তিনিই। বল দখলের লড়াই নু ক্যাম্পের ক্লাবটি বেশ এগিয়েছিল। ৬৬ ভাগ সময় বল ছিল তাদের নিয়ন্ত্রনে।
Discussion about this post