ক্রোয়েশিয়াকে ৩-১ গোলে হারিয়ে দারুণভাবে বিশ্বকাপ মিশন শুরু করেছিল ব্রাজিল। মনে হচ্ছিল মঙ্গলবার মেক্সিকোকে হারিয়ে প্রথম দেশ হিসেবে এবারের বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে উঠে যাবে তারা। কিন্তু বাজে ফুটবল খেলায় সেই লক্ষ্য পুরন হল না। ফোর্তালেজায় মেক্সিকোর সঙ্গে জেতা হল না স্বাগতিক ব্রাজিলের। গোলশূন্য ড্র হল ম্যাচ। ১৯৭৮ সালের বিশ্বকাপের পর দ্বিতীয় রাউন্ডের টিকেট পেতে কখনই দুটির বেশি ম্যাচ খেলতে হয়নি ব্রাজিলের। এবার পারল না তারা।
মেক্সিকোর গোলকিপার গুইলারমো ওচোয়া গোলপোস্টের সামনে প্রাচীর হয়ে দাঁড়ান। ব্রাজিলের একাধিক গোল সম্ভাবনা নশ্চাৎ করে দেন তিনি। গোললাইন থেকেও বল ফেরালেন তিনি। পরে ম্যাচসেরার পুরস্কারটাও উঠল তার হাতে। গ্রুপ ‘এ’ তে দুই ম্যাচ শেষে দুই দলেরই পয়েন্ট ৪।
বিশ্বকাপে গ্রুপ‘এ’র নিজেদের শেষ জয় চাই ব্রাজিলের। ২৩ জুন ব্রাসিলিয়ায় ক্যামেরুনের বিপক্ষে লড়বে তারা। ১৯৭৮ সালের বিশ্বকাপের পর নকআউট পর্বে উঠতে এবারই প্রথম দুটোর বেশি ম্যাচ খেলতে হচ্ছে ব্রাজিলের। একইদিন গ্রুপের শেষ ম্যাচে ক্রোয়েশিয়া প্রতিপক্ষ মেক্সিকো।
বেলজিয়াম ২: আলজেরিয়া ১
বেলজিয়াম নিজেদের প্রথম ম্যাচে ২-১ গোলে হারাল আলজেরিয়াকে। গ্রুপ ‘এইচ’র ম্যাচে আলজেরিয়া ৭০ মিনিট পর্যন্ত এগিয়েছিল ১-০ গোলে। মঙ্গলবার বেলো হরিজোন্তেতে ২৫ মিনিটে পেনাল্টি থেকে গোল করে আলজেরিয়াকে এগিয়ে দেন সোফিয়ান ফিগোউলি।
৭০ মিনিটে সমতা ফেরান বেলজিয়ামের মারোয়ানে ফেলানি। ১০ মিনিট পর ড্রিয়েস মার্টিন্সের গোলে এগিয়ে যায় ইউরোপের প্রতিনিধি বেলজিয়াম।
গ্রুপের পরের ম্যাচে ২২ জুন রিও ডি জেনিরোতে রাশিয়ার সঙ্গে লড়বে বেলজিয়াম। একই দিন আলজেরিয়ার খেলকে দক্ষিণ কোরিয়ার সঙ্গে।
Discussion about this post