তার দ্বায়িত্ব নেওয়াটা ছিল সময়ের ব্যাপার মাত্র। বৃহস্পতিবার সেই আনুষ্ঠানিকতা শেষ হল। প্রথম বাংলাদেশি হিসেবে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সভাপতির দায়িত্ব বুঝে পেলেন বাংলাদেশের আ হ ম মুস্তফা কামাল। তিনি ১১তম সভাপতি। এর আগে তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি ছিলেন। বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ সংস্থার এই দ্বায়িত্বের মেয়াদ আগামী ১ জুলাই থেকে ২০১৫ সালের জুন পর্যন্ত।
এই দ্বায়িত্বের আগে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি ও আইসিসির সহ-সভাপতিও ছিলেন তিনি।
মেলবোর্নে আইসিসির সর্বশেষ বার্ষিক সভায় তাকে এ দায়িত্ব দেয়া হয় বৃহস্পতিবার। ভারতে চাপে থাকলেও আইসিসিতে অবস্থান ধরে রেখেছেন এন শ্রীনিবাসন। তাকে ২ বছরের জন্য দেয়া হল আইসিসির চেয়ারম্যানের পদ।
Discussion about this post