ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
টেস্ট সিরিজে ভয়াবহ ব্যথর্তা কাটিয়ে উঠার ইঙ্গিত দিয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। ওয়ানডে সিরিজের আগে একমাত্র প্রস্তুতি ম্যাচে দল তুলে নিয়েছে দারুণ এক জয়। জ্যামাইকার কিংস্টনে ইউডব্লিউআই ভাইস চ্যান্সেলরস একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে ৪ উইকেটে জিতল সফরকারীরা।
বৃহস্পতিবার প্রথমে ব্যাট করতে নামে ইউডব্লিউআই ভাইস চ্যান্সেলরস একাদশ। তারা নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে করে ২২৭ রান। জবাবে ৪৩.৩ ওভারে ৬ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় টাইগাররা।
মুশফিকুর রহীমের ব্যাট কথা বলল একদিনের ম্যাচে। তার অপরাজিত হাফসেঞ্চুরিই পথ দেখিয়েছে দলকে। এই ম্যাচটা খেলেন নি তামিম ইকবাল ও সহ-অধিনায়ক সাকিব আল হাসান। আবার মাশরাফি বিন মতুর্জা কিছু সময়ের জন্য মাঠে নামেন। নেতৃত্বে ছিলেন আরেক অভিজ্ঞ ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ।
রান পেয়েছেন লিটন দাস। সঙ্গে নাজমুল হোসেন শান্তকে নিয়ে যোগ করেন ৯৩ রান। হাতে আঘাত নিয়ে ৪১ রানে অবসরে যান লিটন। শান্তর ব্যাট থেকে আসে ৪৩ রান। মাহমুদউল্লাহ রিয়াদ করেন ১০ রান। সাব্বির রহমানও ব্যাট হাতে ব্যর্থও। ৪ রান করে ধরেন সাজঘরের পথ।
এরপর আবারো ব্যাট হাতে উইকেট ফিরেন লিটন। ব্যক্তিগত ৭০ রানে সাজঘরে ফিরে যান লিটন ৭০ রানে। দলকে জয়ের বন্দরে পৌঁছে দিয়ে মুশফিক অপরাজিত থাকেন ৭৫ রানে।
এর আগে মোসাদ্দেক হোসেন সৈকতের স্পিনে মাত্র ৮৯ রানেই ৬ উইকেট হারায় স্বাগতিক ভাইস চ্যান্সেলর একাদশ। কিন্তু এরপর ইয়ানিক ওটলির ৫৮ রানের ইনিংসে ২২৭ রানে পৌঁছে তারা। কাভেম হজ ৪৪, আমির জাঙ্গু ৩৬ আর অভিজ্ঞ ক্রিস গেইলের ব্যাট থেকে আসে ২৯ রান।
মোসাদ্দেক ১০ ওভার বল করে মাত্র ১৪ রান দিয়ে নেন ৪ উইকেট। ৪০ রান দিয়ে ৩ উইকেট পেয়েছেন পেসার রুবেল হোসেন।
এবার আসল লড়াই। রোববার গায়ানায় সিরিজের প্রথম ওয়ানডেতে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে লড়বে বাংলাদেশ।
সংক্ষিপ্ত স্কোর-
ইউডব্লিউআই চ্যান্সেলরস একাদশ: ৫০ ওভারে ২২৭/৯ (গেইল ২৯, ওয়ালটন ১, জাঙ্গু ৩৬, কার্টন ৫, পাওয়েল ৬, রাসেল ১১, ওটলি ৫৮, হজ ৪৪, মোহান ১; মোসাদ্দেক ৪/১৪, রুবেল ৩/৪০)।
বাংলাদেশ: ৪৩.৩ ওভারে ২৩০/৬ (এনামুল ০, লিটন ৭০, শান্ত ৪৩, মুশফিক ৭৫* মাহমুদউল্লাহ ১০, সাব্বির ৪, মোসাদ্দেক ১১, মিরাজ ৪*; পাওয়েল ২/৩২)।
ফল: বাংলাদেশ ৪ উইকেটে জয়ী
Discussion about this post