তিনি যে বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা, এনিয়ে সন্দেহ নেই। ব্যাট হাতে দাপট দেখিয়ে নিজেকে নিয়ে গেছেন অনন্য এক উচ্চতায়। এই মুশফিকুর রহিম এবার আরেক অর্জনে এগিয়ে গেলেন। ফ্র্যাঞ্চাইজিভিত্তিক ক্রিকেটে প্রথম খেলোয়াড় হিসেবে একশ ম্যাচ খেলার অনন্য কীর্তি গড়লেন মুশি।
বাংলাদেশের ক্রিকেটে অনেক কিছুতেই প্রথম মুশফিক। এবার বিপিএলেও তেমন অর্জন জমা হলো তার নামের পাশে। গত মঙ্গলবার সিলেট স্ট্রাইকার্সের জার্সিতে ঢাকা ডমিনেটর্সের বিপক্ষে বিপিএলের শততম ম্যাচ খেলতে নামেন মুশফিক। এক থেকে নয়-প্রতিটি বিপিএলেই ছিলেন তিনি।
তার পথ ধরে বিপিএলের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ রানও করেছেন মুশফিক। ফাইনাল খেলেছেন একবার, কিন্তু শিরোপা ছোঁয়া হয়নি। এবার মাশরাফি বিন মর্তুজার সতীর্থ।
বিপিএলের সবচেয়ে সফল, চারবারের শিরোপাজয়ী মাশরাফি ম্যাজিকে ট্রফি জয়ের স্বপ্ন দেখছেন মুশি। তার আগে নিজের অর্জনে হাসিমুখ। ৯৯ ম্যাচে মুশফিক ৩৭.৯৭ গড়ে ২৫৮২ রান করেছেন মুশফিক। সর্বোচ্চ রান ৯৮ অপরাজিত।
বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ম্যাচ খেলার তালিকায় মুশফিকের পরই রয়েছেন এনামুল হক বিজয় (৯৬), মাশরাফি বিন মুর্তজা (৯৫), ইমরুল কায়েস (৯৪), মাহমুদউল্লাহ ও সাব্বির রহমান (৯৩) আর মোহাম্মদ মিঠুন (৯১)। সন্দেহ নেই লড়াইটা বেশ জমেই আছে!
Discussion about this post