ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
টেস্ট শুরুর তারিখ নিশ্চিত হয়েছিল আগেই। এবার ভেন্যু ঠিক করে ফেলেছে শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড। সফরে বাংলাদেশ দুটি টেস্ট ম্যাচ খেলবে এক ভেন্যুতে। পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে হবে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের এই দুটি ম্যাচ। এই মাঠে আগে ওয়ানডে ও টি-টুয়েন্টি খেললেও এবারই প্রথম টেস্ট খেলবে টাইগাররা।
লড়াইয়ে অংশ নিতে আসছে ১২ এপ্রিল শ্রীলঙ্কায় যাবে মুমিনুল হকের নেতৃত্বাধীন বাংলাদেশ দল। সেখানে ১৭ ও ১৮ এপ্রিল নিজেদের মধ্যেই একটি দুই দলের প্রস্তুতি ম্যাচ খেলবে টাইগাররা। সেটি হবে কলম্বো শহরের কাছে কাতুনায়েকের সিএমসিজি মাঠে।
২১ থেকে ২৫ এপ্রিল প্রথম টেস্ট। ২৯ এপ্রিল থেকে ৩ মে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট।
এই সিরিজটি হওয়ার কথা ছিল গত জুলাইয়ে। সূচিতে তিনটি টেস্ট ম্যাচ ছিল। কিন্তু করোনাভাইরাস সংক্রমণের কারণে স্থগিত হয় সে সফর। তারপর সেপ্টেম্বরে দুই দেশের বোর্ড এনিয়ে সরব হয়। কিন্তু কোয়ারেন্টিনের সময় নিয়ে সমঝোতা হয়নি। শেষ মুহূর্তে ফের স্থগিত হয় সিরিজ। এবার ১ টেস্ট কমে গিয়ে হচ্ছে সিরিজ।
Discussion about this post