ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
একেই বলে প্রত্যাবর্তন! জাতীয় দল থেকে বিশ্রাম পেয়েছিলেন তিনি। এই সুযোগে শ্রীলঙ্কায় ছন্দ ফেরার লড়াইয়ে দারুণ দাপট মেহেদী হাসান মিরাজের। প্রথম চারদিনের ম্যাচে নিয়েছিলেন ইনিংসে ৫ উইকেট। এবার ৭ উইকেট শিকার কলেন এই স্পিনার। সঙ্গে হাফসেঞ্চুরি তো ছিলই। একইসঙ্গে রানের দেখা পেয়েছেন অধিনায়ক মুমিনুল হক।
বাংলাদেশ ‘এ’ দল দ্বিতীয় দিন শনিবার ২৬৮ রানে অলআউট করে শ্রীলঙ্কা ‘এ’ দলকে। ৭ উইকেট নেন মিরাজ। ব্যাটিংয়ে সফরকারীদের টেনেছেন মুমিনুল হক। দ্বিতীয় আনঅফিসিয়াল টেস্টের দ্বিতীয় দিনের খেলা শেষে বাংলাদেশের সংগ্রহ ৬ উইকেটে ২৮৩ রান। নুরুল হাসান সোহান ৩৫ ও মিরাজ ৬ রানে উইকেটে আছেন। বাংলাদেশ এগিয়ে ১৫ রানে।
যদিও ১ রান করে শুরুতেই ফেরেন ওপেনার জহুরুল ইসলাম। ৯ রানে আউট নাজমুল হোসেন শান্ত। তারপর সাদমান ইসলাম ও মুমিনুল হকের ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। ৮ চার ও এক ছক্কায় ১০৪ বলে ৭৭ রান করেন সাদমান। ১৯০ বলে ১৫ চার ও ১ ছক্কায় ১১৭ রান করেন অধিনায়ক মুমিনুল।
ম্বানটোটার মাহিন্দা রাজাপাকসে ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে শনিবার ৫ উইকেটে ২২৩ রান নিয়ে দিন শুরু করে লঙ্কানরা। কিন্তু উইকেটে দাঁড়াতে পারেনি তারা। মিরাজ ৮৪ রানে নেন ৭ উইকেট।
সংক্ষিপ্ত স্কোর-
শ্রীলঙ্কা ‘এ’ দল ১ম ইনিংস: (আগের দিন ২২৩/৫) ৯০.২ ওভারে ২৬৮ (আসালঙ্কা ৪৪, উদারা ২০, নিশান ০, জয়াসুরিয়া ০, সিরাজ ০, ফার্নান্দো ০*; ইবাদত ২৩-৭-৬২-২, শাকিল ১৭.২-২-৬০-১, মিরাজ ৩৭-১৪-৮৪-৭)
বাংলাদেশ ‘এ’ দল ১ম ইনিংস: ৬৭ ওভারে ২৮৩/৬ (জহুরুল ১, সাদমান ৭৭, শান্ত ৯, মুমিনুল ১১৭, মিঠুন ২১, এনামুল ৮, সোহান ৩৫*, মিরাজ ৬*; ফার্নান্দো ১১-৩-৩৭-১, সিরাজ ১৮-৬-৫৬-৩, জয়াসুরিয়া ২৩-১-৮৭-২)
Discussion about this post