ইংরেজিতে একটা কথা আছে, ‘ক্যাপ্টেন্স লিডিং ফ্রম দ্য ফ্রন্ট।’ মাহমুদুল্লাহ রিয়াদ যে ঠিক এই করলেন বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আরেকটি ম্যাচে। শেষ ওভারে জিততে চিটাগং ভাইকিংসের ৬ বলে চাই মাত্র ৬ রান। হাতে ৪ উইকেট। ঠিক তখনই রিয়াদ ম্যাজিক বল। তাতেই পুঁড়ে ছারখার তামিম ইকবালের দল।
মাহমুদুল্লাহ শেষ ওভারে ফের নিলেন ৩ উইকেট। আর তাতেই খুলনা টাইটান্স পেল ৪ রানের এক রোমাঞ্চ ছড়ানো জয়। এর আগে রাজশাহীর বিপক্ষেও এভাবে বল হাতে ম্যাজিক দেখিয়ে দলকে জিতিয়েছিলেন রিয়াদ।
ঠিক আগের ম্যাচে ৪৪ রানে অলআউটের সেই ব্যর্থতা ভুলে ঠিক পথে ফিরল খুলনা।
মিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামে শনিবার আগে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১২৭ রান তুলে খুলনা টাইটান্স। শেষ ওভারে মাহমুদুল্লাহ মাত্র ১ রান দিয়ে তিন উইকেট নিলে পাল্টে যায় হিসেবের ছক। চিটাগং ৯ উইকেটে ১২৩ রানেই শেষ করে ২০ ওভার। খুলনা পায় ৪ রানের নাটকীয় এক জয়।
এবারের বিপিএলে তৃতীয় ম্যাচে খুলনার এটি ২য় জয়। অন্যদিকে তিন ম্যাচে চিটাগংয়ের এটি টানা দ্বিতীয় হার।
সংক্ষিপ্ত স্কোর-
খুলনা টাইটান্স: ২০ ওভারে ১২৭/৭ (ওয়েসেলস ২৮, হাসানুজ্জামান ৮, শুভাগত ৩, মাহমুদউল্লাহ ৬, অলক ২৩, পুরান ২৯, আরিফুল ২৫*, কুপার ০, মোশাররফ ১*; রাজ্জাক ১/২৩, নবি ৩/২২, তাসকিন ২/১৭, মালিক ০/২৩, চতুরঙ্গা ০/১২)
চিটাগং ভাইকিংস: ২০ ওভারে ১২৩/৯(তামিম ৩, স্মিথ ৩, এনামুল ১৪, মালিক ৪, জাকির ৮, জহুরুল ২৫, নবি ৩৯, চতুরঙ্গা ১৯, রাজ্জাক ০, তাসকিন ০*; শুভাগত ০/২, জুনাইদ ০/২৭, কুপার ২/১৭, মোশাররফ ০/১৯, শফিউল ৪/২৮, মাহমুদউল্লাহ ৩/২৪)।
ফল: খুলনা টাইটান্স ৪ রানে জয়ী
ম্যাচসেরা: মাহমুদউল্লাহ রিয়াদ
Discussion about this post