এ মাসের শেষ দিকে তারার হাট বসবে কক্সবাজারে। পর্যটন নগরীতে প্রীতি ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক ও বর্তমান ক্রিকেটাররা। জানা গেছে ২৯ জুলাই হতে পারে সেই ম্যাচ। ম্যাচটির ভেন্যু কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম।
সাবেক তারকা ক্রিকেটাররা থাকবেন এক দলে। যেখানে দেখা যাবে মিনহাজুল আবেদিন নান্নু, আকরাম খান, হাবিবুল বাশার, মেহরাব হোসেন অপি, শাহরিয়ার হোসেন বিদ্যুৎ, খালেদ মাহমুদ সুজন, নাঈমুর রহমান দুর্জয়, খালেদ মাসুদ পাইলট, মোহাম্মদ রফিক ছাড়াও বেশ কয়েকজন তারকা ক্রিকেটারকে।
বর্তমান ক্রিকেটারদের নিয়ে গড়া দলে সংগত হিসেবেই থাকবে জাতীয় দলের ক্রিকেটারদের আধিক্য। এই দলে খেলবেন মাশরাফি বিন মর্তুজা, সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুশফিকুর রহীম, সাব্বির রহমানের মতো তারকারা।
ম্যাচটি খেলার আগে কক্সবাজারের এই মাঠেই অনুষ্ঠিত হবে মাস্টার্স ক্রিকেট কার্নিভাল।
২৬ থেকে ২৮ জুলাই হবে এই টুর্নামেন্ট। ছয়টি ভিন্ন দলের হয়ে এখানে খেলবেন সাবেক ক্রিকেটাররা। দলগুলোর নাম হল- ঢাকা বিভাগ, ঢাকা মেট্রো, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী ও অলস্টার ইলেভেন।
এই ম্যাচ শেষে ঢাকায় ফিরে মাশরাফি-মুশফিকরা চন্ডিকা হাথুরুসিংহের অধীনে শুরু করবেন অনুশীলন। ২৯ জুলাই ঢাকায় আসার কথা আছে জাতীয় দলের লঙ্কান কোচের।
Discussion about this post