কোন চমক ছাড়াই ভারতের বিপক্ষে সিরিজের জন্য ঘোষিত হয়েছে বাংলাদেশ ওয়ানডে দল। যদিও এই দলে আছেন সব তারকা ক্রিকেটারই। আছেন সাকিব আল হাসানও। নিয়মিত মুখদের রেখেই বৃহস্পতিবার তিন ম্যাচ ওয়ানডে সিরিজের জন্য দল ঘোষণা করল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঘোষিত দলে নিয়মিত মুখ রয়েছেন সকলেই।
ফের দলে সুযোগ পাননি মোহাম্মদ সাইফউদ্দিন এবং মোসাদ্দেক হোসেন সৈকত। শরিফুল ইসলামও নেই দলে। তামিম ইকবালের নেতৃত্বে এই সিরিজে মাঠে নামবে টাইগাররা।
এদিকে বাংলাদেশ সফরে ওয়ানডে সিরিজ থেকে ছিটকে গেলেন অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা। টেস্ট সিরিজেও তাকে পাওয়া যাবে কীনা নিশ্চিত নয়। এশিয়া কাপে পাওয়া হাঁটুর চোট থেকে এখনও পুরোপুরি সেরে উঠনি তার। জাদেজা-ইয়াশের জায়গায় ভারতীয় দলে ডাক পেলেন পেসার কুলদিপ সেন ও স্পিনিং অলরাউন্ডার শাহবাজ আহমেদ।
তিন ওয়ানডে ও দুই টেস্ট খেলতে ১ ডিসেম্বর বাংলাদেশ সফরে আসবে ভারতীয় জাতীয় দল। ওয়ানডে সিরিজের ম্যাচগুলো ৪, ৭ ও ১০ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। যার প্রথম দুটি ঢাকায় পরেটি চট্টগ্রামে। সিরিজের প্রথম টেস্ট শুরু ১৪ ডিসেম্বর, চট্টগ্রামে। সিরিজের শেষ টেস্ট শুরু ২২ ডিসেম্বর ঢাকায়।
বাংলাদেশ ওয়ানডে দল-
তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, এনামুল হক বিজয়, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, ইয়াসির আলী চৌধুরী, মাহমুদউল্লাহ রিয়াদ, নাজমুল হোসেন শান্ত, নুরুল হাসান সোহান, মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ ও এবাদত হোসেন।
বাংলাদেশ-ভারত সিরিজ
৪ ডিসেম্বর প্রথম ওয়ানডে- মিরপুর দুপুর ১২টা
৭ ডিসেম্বর দ্বিতীয় ওয়ানডে – মিরপুর দুপুর ১২টা
১০ ডিসেম্বর তৃতীয় ওয়ানডে – চট্টগ্রাম দুপুর ১২টা
১৪-১৮ ডিসেম্বর প্রথম টেস্ট – চট্টগ্রাম সকাল ৯টা
২২-২৬ ডিসেম্বর দ্বিতীয় টেস্ট – ঢাকা সকাল ৯টা
Discussion about this post