ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
ম্যাচ ফিক্সিংয়ে জড়িয়ে এক সময় নিষিদ্ধ ছিলেন তিনি। সেই নিষেধাজ্ঞা শেষে জাতীয় দলে আবারো জায়গা করে নিতে চাইছেন মোহাম্মদ আশরাফুল। কিন্তু কিছুতেই ব্যাট হাতে ছন্দের দেখা মিলছিল না। জাতীয় ক্রিকেট লিগে প্রত্যাশার সঙ্গে প্রাপ্তিরও দেখা হয়নি। এ কারণে বাংলাদেশ ক্রিকেট লিগে (বিসিএল) শুরুতে দলও পাননি আশরাফুল। ইমার্জিং এশিয়া কাপ খেলতে ক্রিকেটাররা পাকিস্তান যেতেই সুযোগ মিলে। দল পান তিনি। আর সেই সুযোগটা কাজে লাগালেন আশরাফুল। জাতীয় দলের সাবেক এই অধিনায়ক শতরান তুলে নিয়েছেন। সেঞ্চুরি পেয়েছেন রনি তালুকদারও। দশম শতক হাঁকিয়ে ডাবলের পথে। প্রথম শ্রেণির ক্রিকেটে চতুর্থ ডাবল সেঞ্চুরি হাতছানি দিচ্ছে রনিকে।
রনি-আশরাফুলের দাপুটে ব্যাটিংয়ে উত্তরাঞ্চলের বিপক্ষে বিসিএলের চতুর্থ রাউন্ডে মঙ্গলবার প্রথম দিনের খেলা শেষে পূর্বাঞ্চল করেছে ৩ উইকেটে ৩৫৪ রান। রনি ১৮৩ রানে অপরাজিত। সঙ্গে ব্যাটিংয়ে আছেন আশরাফুল ১০৭ রানে। এরইমধ্যে চতুর্থ উইকেটে অবিচ্ছিন্ন থেকে তারা করেছেন ২৪১ রান।
রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে মঙ্গলবার টস হেরে ব্যাটিংয়ে নেমে শূন্য রানে ফিরেন পূর্বাঞ্চলের সাদিকুর রহমান। মুমিনুল হক ২৬ রান করে সোহাগ গাজীর বলে আউট। মাহমুদুল হাসান ২৯। তারপরই রনি-আশরাফুলের ব্যাটে দাপট। ম্যাচের নিয়ন্ত্রণও এখন তাদের হাতে।
রনি ১৪৭ বলে করেন শতরান। ২৪১ বলে ১৯ চার ও ৫ ছক্কায় তিনি অপরাজিত ১৮৩ রানে। ১৮৩ বলে ক্যারিয়ারের ২০তম সেঞ্চুরি তুলেছেন আশরাফুল। ১৮৬ বলে অপরাজিত ১০৭ রান নিয়ে বুধবার মাঠে নামবেন তিনি।
সংক্ষিপ্ত স্কোর-
পূর্বাঞ্চল ১ম ইনিংস: ৯০ ওভারে ৩৫৪/৩ (সাদিকুর ০, রনি ১৮৩*, মুমিনুল ২৬, মাহমুদুল ২৯, আশরাফুল ১০৭*; ইবাদত ০/৭৮, ইমরান ১/৩৯, সোহাগ ১/৫৬, জিয়া ০/৪০, সানজামুল ১/৮০)
Discussion about this post