নভেম্বরের এই সময়টা বৃষ্টি হয়না বললেই চলে। কিন্তু সাগরে নিম্মচাপ সেই চেনা হিসেবটাও পাল্টে দিল। শুক্রবার বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) উদ্বোধনী দিনের দুটো ম্যাচই পন্ড। খেলা শুরুই করা গেল না। বৃষ্টির কান্নায় শনিবার ভাসছে মিরপুরের হোম অব ক্রিকেট। দিনের প্রথম ম্যাচে মাঠেই নামতে পারল না বরিশাল বুলস ও চিটাগং ভাইকিংস। বিকেল গড়াতেই তাই ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করেছেন আম্পায়াররা।
শুক্রবার ছুটির দিনে বিপিএলের উদ্বোধনী ম্যাচে রাজশাহী কিংসের প্রতিপক্ষ ছিল বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স। কিন্তু সকালের বর্ষণ আর ঝিরি ঝিরি বৃষ্টি সেই ম্যাচটা হতেই দিল না। দর্শকরা মন খারাপ করে ফিরে গেলেন মাঠ থেকে।
একই কারণে মাঠে গড়ায়নি দিনের অন্য ম্যাচটিও। খুলনা-রংপুরের খেলাটিও পরিত্যক্ত হয়।
টুর্নামেন্টের চর্তুথ আসরে অংশ নিচ্ছে ৭টি দল। দলগুলো হল- ঢাকা ডাইনামাইটস, রংপুর রাইডার্স, কুমিল্লা ভিক্টোরিয়ান্স, চিটাগাং ভাইকিংস, বরিশাল বুলস, রাজশাহী কিংস ও খুলনা টাইটান্স।
শুক্রবার থেকে একটানা ১৩ নভেম্বর পর্যন্ত মিরপুর শেরে-বাংলা স্টেডিয়ামে দুপুর ও সন্ধ্যায় খেলা অনুষ্ঠিত হবে। ১৭ নভেম্বর থেকে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে খেলা শুরু হবে।
Discussion about this post