ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
বৃষ্টির শঙ্কা নিয়েই শুরু হয়েছিল সেমি-ফাইনাল। তবে নিউজিল্যান্ডের ইনিংসটা ভালই এগিয়ে যাচ্ছিল। কিন্তু শেষ মূহুর্তে এসে বেরসিক বৃষ্টি এলোমেলো করে দিল সবকিছু। দফায় দফায় বৃষ্টিতে স্থগিত হয়ে গেল প্রথম সেমি-ফাইনাল। ম্যানচেস্টারে বিশ্বকাপের সেমির ম্যাচটি এবার হবে রিজার্ভ ডে-তে বুধবার।
মঙ্গলবার খেলা শেষ হয়েছিল সেখান থেকেই বুধবার শুরু হবে খেলা। ৪৬.১ ওভারে ৫ উইকেটে ২১১ রানের পর থেকে ব্যাটিং শুরু করবে নিউজিল্যান্ড।
লিগ পর্বে রিজার্ভ ডে না থাকলেও সেমি ও ফাইনালে রিজার্ভ ডে রেখেছিল আইসিসি। তারই পথ ধরে বুধবার বাকী খেলাটুকু হবে। ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করতে নামে কিউইরা। সেমি-ফাইনালের উইকেট ছিল মন্থর। ওল্ড ট্র্যাফোর্ডের উইকেটে রান তুলতে বেশ বেগ পেয়েছে কিউইরা।
মজার ব্যাপার হল-প্রথম ৩ ওভারে রান ছিল ১। ৭ ওভার শেষে নিউজিল্যান্ড মাত্র ১০। এরপর হেনরি নিকোলস ও কেন উইলিয়ামসন গড়েন বড় জুটি। ৮৯ বলে দুজনের ৬৮ রানের জুটি ভাঙে রবীন্দ্র জাদেজার বলে। ২৮ রান করে ফেরেন নিকোলস।
রস টেলরের সঙ্গে উইলিয়ামসন গড়েন আরেকটি জুটি। ১০২ বলে ৬৫ রানের জুটি শেষ হয় উইলিয়ামসনের আউটে। ৯৫ বলে ৬৭ করে কিউই অধিনায়ক ফেরেন সাজঘরে। রস টেলর ফিফটি করেন ৭৩ বলে। বৃষ্টিতে খেলা বন্ধের সময় তার রান ছিল ৮৫ বলে ৬৭। শেষ পর্যন্ত বৃষ্টির দাপটে স্থানীয় সময় সন্ধ্যা ৬.২০ মিনিটে (বাংলাদেশ সময় রাত ১১টা ২০) আজকের খেলা স্থগিত করার ঘোষণা করেন আম্পায়াররা।
বুধবার ঠিক এই জায়গা থেকেই ব্যাট করবেন রস টেলর। এ অবস্থায় বুধবার রিজার্ভ ডেতে খেলা না হলে ফাইনালে উঠে যাবে ভারত। লিগ পর্বে শীর্ষে থাকায় এগিয়ে আছে বিরাট কোহলির দল।
সংক্ষিপ্ত স্কোর-
নিউজিল্যান্ড: ৪৬.১ ওভারে ২১১/৫ (গাপটিল ১, নিকোলস ২৮, উইলিয়ামসন ৬৭, টেলর ৬৭*, নিশাম ১২, ডি গ্র্যান্ডহোম ১৬, ল্যাথাম ৩*; ভুবনেশ্বর ৮.১-১-৩০-১, বুমরাহ ৮-১-২৫-১, পান্ডিয়া ১০-০-৫৫-১, জাদেজা ১০-০-৩৪-১, চেহেল ১০-০-৬৩-১)।
Discussion about this post