তাদের পরিচয়, প্রেম আর বিয়ের গল্পটা সিনেমারই মতো। অনেকেরই জানা-ফেসবুকে প্রথম পরিচয় সাকিব আল হাসান-উম্মে আহমেদ শিশিরের। তারপর দেখা, প্রেম এরপরই বিয়ে। বিয়ের দিনটাও বিশেষ ১২-১২-১২! ২০১২ সালের ১২ ডিসেম্বর বিয়ে হয় তাদের। এবার দেখতে দেখতেই পরিণয়ের ৯ বছর পেরিয়ে গেলেন দু’জন।
রোববার সাকিব-শিশিরের নবম বিবাহবার্ষিকী। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিশেষ এই দিনে শুভেচ্ছা জানিয়েছেন একে অন্যকে। সাকিব নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে দুজনের একটি ছবি পোস্ট করে রোববার সাকিব লিখলেন, ‘আমার মানুষটির সঙ্গে ৯ বছর এবং সবসময়ের জন্য। বছর চলে যায় কিন্তু আমার প্রতিদিনের স্বপ্ন হয়ে তুমিই থাকো। শুভ বিবাহবার্ষিকী।’
শিশির অন্তর্জালে লিখলেন, ‘এভাবেই অনেক হাসির সঙ্গে ৯টি বছর কাটিয়ে দিয়েছে আমরা। মূল্যবান মুহূর্ত, দুঃখ, কান্না, আবেগের মিশেল! কারণ আমরা এখন একে অপরের প্রতি ভরসা করি এবং সবসময় করব। শুভ নবম বিবাহবার্ষিকী, আলহামদুলিল্লাহ।’
দুই মেয়ে ও এক ছেলের বাবা ও মা হয়েছেন সাকিব ও শিশির। দেখতে দেখতেই বিয়ের ৯ বছর কেটে গেল। ২০১৫ সালের ৯ নভেম্বর জন্ম নেয় প্রথম কন্যা আলাইনা হাসান অব্রি। গত বছরের ২৪ এপ্রিল যুক্তরাষ্ট্রে দ্বিতীয়বারের মতো বাবা হন সাকিব। ঘরে আসে আরেক কন্যা ইরাম হাসান। এ বছর ঘরে এসেছে পুত্র সন্তান।
ইংল্যান্ডে কাউন্টি ক্রিকেট খেলতে গিয়ে সাকিবের সঙ্গে পরিচয় শিশিরের। ভাল লাগা থেকে ভালবাসা। এরপর ২০১২ সালের ১২ ডিসেম্বর বিয়ে। এখন তো চুটিয়ে সংসার করছেন শিশির।
Discussion about this post