বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আগামী ৬ বছরের জন্য টেলিভিশন সম্প্রচারস্বত্ব পেল গাজী টিভি। বাংলাদেশের এই বেসরকারি টিভি চ্যানেলটি দরপত্রে সবচেয়ে বেশি আর্থিক প্রস্তাব দিয়েছে। শুক্রবার জানা গেছে, গাজী টিভি ২ কোটি ২৫ হাজার ডলার দর প্রস্তাব দিয়েছে। বিসিবি ৬ বছরের জন্য সম্প্রচারস্বত্বের ন্যূনতম মূল্য ২ কোটি ডলার ঠিক করেছিল। শুক্রবার রাজধানীর রূপসী বাংলা হোটেলে সম্প্রচারস্বত্বের দরপত্রে বাংলাদেশের মিডিয়া কম এবং গাজী টিভি তাদের আর্থিক প্রস্তাব জমা দেয়।
নতুন টেলিভিশন সম্প্রচারস্বত্ব বিসিবি বিক্রি করছে এই মে মাস থেকে ২০২০ সালের ৩০ এপ্রিল পর্যন্ত সময়ের জন্য।
সুচী অনুযায়ী জানা গেছে- এই সময়ে দেশের মাটিতে বাংলাদেশের ৩১টি টেস্ট, ৪৩টি ওয়ানডে ও ১৪টি টি-টুয়েন্টি ম্যাচ হবে।
এর আগে নিমবাসের সঙ্গে চুক্তি ছিল বিসিবির।
Discussion about this post