শ্রীলঙ্কার হয়ে ওয়ানডে ক্রিকেটে এনিয়ে ৬ষ্ঠবারের মতো ইনিংসের গোড়াপত্তন করার সুযোগ পেয়েছিলেন দু’জন। আর এ সুযোগেই গড়ে ফেললেন ইতিহাস। ওয়ানডে ইতিহাসে প্রথমবারের মতো টানা দুই ম্যাচে ২০০ কিংবা তার বেশি রানের জুটি গড়ার বিশ্বরেকর্ড গড়লেন দুই লঙ্কান ওপেনার নিরোশান ডিকেভেল্লা ও ধানুষ্কা গুনাথিলাকা।
জিম্বাবুয়ের বিপক্ষে শনিবার সিরিজের ৪র্থ ওয়ানডেতে টস জিতে আগে ব্যাট করতে নেমে দুই ওপেনার ২০৯ রান করেন। গুনাথিলাকা ৮৭ রানে আউট হতেই ভাঙ্গে জুটি। তারপর ডিকেভেল্লা ১১৬ করে ফিরেন সাজঘরে। হাম্বানটোটার মাহিন্দা রাজাপাকসে ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে আগের ম্যাচে তারা গড়েন ২২৯ রানের জুটি।
ডিকেভেল্লা আগের ম্যাচেও করেন সেঞ্চুরি। সপ্তম লঙ্কান ব্যাটসম্যান হিসেবে ব্যাক-টু-ব্যাক শতরান করলেন তিনি। এর আগে কুমার সাঙ্গাকারা, রোশান মহানামা, রয় ডিয়াস, জয়াসুরিয়া, দিলশান এবং উপুল থারাঙ্গা এমন কীর্তি গড়েন।
যদিও এমন ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে জিততে পারেনি লঙ্কানরা। বৃষ্টি আইনে জিম্বাবুয়ের জিতে ৪ উইকেটে।
৫০ ওভারে ৬ উইকেটে ৩০০ রান করলেও শ্রীলঙ্কাকে জিততে দেয়নি বৃষ্টি। ম্যাচ কমে আসে ৩১ ওভারে। আর জিম্বাবুয়ের লক্ষ্য দাঁড়ায় ২১৯ রান। যা ক্রেইগ অরভিনের ৫৫ বলে ৬৯ রানে ভর করে ১০ বল আগেই জিতে যায় সফরকারীরা। এছাড়াও দলটির হয়ে সোলোমন মির ৪৩ ও তারিসাই মুসাকান্দা করেন ২৩ বলে ৩০ রান।
শ্রীলঙ্কা-জিম্বাবুয়ে ওয়ানডে সিরিজে এখন ২-২ সমতা। অঘোষিত ফাইনাল হয়ে যাওয়া সিরিজের পঞ্চম ম্যাচ অনুষ্ঠিত হবে ১০ জুলাই।
Discussion about this post