ওয়ালটন রেফ্রিজারেটর ইউনিভার্সিটি চ্যালেঞ্জ কাপ টি-টুয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে এআইইউবি। বৃহস্পতিবার বিকেএসপিতে ফাইনালে ইউল্যাবকে অনায়াসে ৮০ রানে হারিয়েছে তারা।
টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে এআইইউবি ৬ উইকেটে ১৬৫ রান করে। দুই ওপেনার এনামুল হক বিজয় ও সৈকত আলী আট ওভারে ৮৪ রান তুলেন। সৈকত ২০ বলে ৪ চার ও ৩ ছক্কায় ৪১ রান এবং এনামুল ৩২ বলে ৪ চার ও ২ ছক্কায় ৪৪ রান করেন। ২২ রানে ৩ উইকেট নেন ইউল্যাবের হাসানুজ্জামান।
এরপর জবাব দিতে নেমে ইউল্যাব ৮ রানে হারায় ৪ উইকেট। শেষ পর্যন্ত ৮৫ রানে অলআউট ইউল্যাব। ১৯ রান করেন আতিফ কামাল। এআইইউবির হয়ে ২টি করে উইকেট নেন কামরুল, তৌফিকুল, ফাইজুর এবং তানভির।
ম্যাচসেরা কামরুল ইসলাম রাব্বি। অধিনায়ক তানভির হায়দার খান টুর্নামেন্টসেরা এআইইউবির।
Discussion about this post