বাংলাদেশে হতে যাওয়া এশিয়া কাপ এবং টি-টুয়েন্টি বিশ্বকাপের জন্য মঙ্গলবার ঘোষণা করা হল ভারতীয় দল।
১৫ সদস্যের সেই দলে জায়গা পেলেন না ইশান্ত শর্মা।
২৫ ফেব্রুয়ারি থেকে শুরু হবে এশিয়া কাপ। অলরাউন্ডার যুবরাজ সিংও আছেন ১৬ মার্চ খেকে শুরু হতে যাওয়া ২০ ওভারের সেই বিশ্বসেরার লড়াইয়ে।
এশিয়া কাপ দল
মহেন্দ্র সিং ধোনি, শিখর ধাওয়ান, রোহিত শর্মা, বিরাট কোহলি, চেতেশ্বর পুজারা, আম্বাতি রাইডু, অজিঙ্কা রাহানে, রবিন্দ্র জাদেজা, রবিচন্দন অশ্বিন, ভুবনেশ্বর কুমার, মোহাম্মদ সামি, বরুণ অ্যারন, স্টুয়ার্ট বিনি, অমিত মিশ্র এবং ঈশ্বর পান্ডে।
বিশ্বকাপ দল
মহেন্দ্র সিং ধোনি, শিখর ধাওয়ান, রোহিত শর্মা, বিরাট কোহলি, সুরেশ রায়না, যুবরাজ সিং, অজিঙ্কা রাহানে, রবীন্দ্র জাদেজা, রবিচন্দন অশ্বিন, ভুবনেশ্বর কুমার, মোহাম্মদ সামি, স্টুয়ার্ট বিনি, অমিত মিশ্র মোহিত শর্মা এবং বরুণ অ্যারন।
Discussion about this post