ফুটবলের পর এবার বাংলাদেশ ক্রিকেটেও এখন নারীদের জয় জয়কার। সালমা খাতুনরাও উড়ছেন সাফল্যের হাওয়ায়! আইসিসি নারী টি-টুয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বে দাপট দেখাচ্ছে বাংলাদেশের মেয়েরা। সেমিফাইনালে থাইল্যান্ডকে ১১ রানে হারিয়ে ফাইনালে ওঠার সঙ্গে টি-টুয়েন্টি বিশ্বকাপের টিকিটও পেয়েছে বাংলাদেশ।
আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে শুক্রবার রাতে টস হেরে বাংলাদেশ আগে ব্যাট করতে নামে। তারা ৫ উইকেট হারিয়ে তুলে ১১৩ রান। এরপর জবাবে ৬ উইকেট হারিয়ে ১০২ রানে থামে থাইল্যান্ড। ১১ রানের জয়ে বাছাইপর্বের ফাইনালে উঠেছে। একইসঙ্গে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠেয় টি-টুয়েন্টি বিশ্বকাপও নিশ্চিত হয়েছে লাল-সবুজের দলের।
এদিন অবশ্য ভয় পেয়ে গিয়েছিলেন টাইগার ভক্তরা। কারণ ব্যাটাররা তেমন কিছু করতে পারেন নি। অবশ্য শেষটাতে রুমানা-রিতু ঝড় না তুললে হয়তো বিপাকেই পড়তো দল। প্রতিপক্ষের নাথাকান চেনথাম ৪৩ বলে ৫০, এরপর থামেন ৬৪ রানে। ৫১ বলে এই ইনিংস খেলে দলটকে জেতাতে না পারলেও হয়েছেন ম্যাচের সেরা।
৭ রান দিয়ে দুটি উইকেট নেন সানজিদা। সালমা খাতুন ৩ উইকেট তুলেছেন ১৮ রানে।
ব্যাট হাতে ১৬ ওভারে বাংলাদেশের রান ছিল ৭৪। এরপর রিতু তিন চারে ১০ বলে তুলেন ১৭ রান। ২৮ বলে এক ছক্কা ও দুই চারে ২৮ রানে অপরাজিত রুমানা। শেষ ৪ ওভারে ৩৯ রান। জয়ের পুঁজি আসে এখান থেকেই।
বিশ্বকাপ নিশ্চিত। এবার বাছাই পর্বের শিরোপা নিশ্চিত করার পালা। রোববার ফাইনালে আয়ারল্যান্ডের বিপক্ষে খেলবে বাংলাদেশ।
সংক্ষিপ্ত স্কোর-
বাংলাদেশ নারী দল: ২০ ওভারে ১১৩/৫ (ফারজানা ১১, মুর্শিদা ২৬, নিগার ১৭, রুমানা ২৮*, মুস্তারি ৬, রিতু ১৭; বুচাথাম ৪-০-২৬-০, সুথিরুয়াং ১-০-৯-০, কানোহ ৪-০-১৩-১, মায়া ২-০-১৪-১, কামচুমফু ৪-০-১৫-১, পুথাওং ৪-০-২৭-০, তিপোচ ১-০-৬-০)
থাইল্যান্ড নারী দল: ২০ ওভারে ১০২/৬ (কোনচারোয়েনকাই ১০, কামচুমফু ২, চেনথাম ৬৪, বুচাথাম ০, চাইওয়াই ১২, সুথিরুয়াং আহত অবসর ৩, তিপোচ ১০*, কানোহ ০; সালমা ৪-০-১৮-৩, নাহিদা ৪-০-২৫-১, সানজিদা ৪-১-৭-২, রুমানা ৪-১-২৫-০, সোহেলি ৩-০-১৭-০, রিতু ১-০-১০-০)
ফল: বাংলাদেশ নারী দল ১১ রানে জয়ী
ম্যাচসেরা: নাথাকান চেনথাম
Discussion about this post