প্রথম ম্যাচেই অঘটন। বড় অঘটন! রোববার এমনটা হতে যাচ্ছে আঁচ করা যায়নি। বিস্ময় জাগানিয়া ঘটনার জন্ম দিয়েছে নামিবিয়া। টি-টুয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে এশিয়া কাপ চ্যাম্পিয়ন শ্রীলঙ্কাকে রীতিমতো উড়িয়ে দিয়েছে আফ্রিকার এই দলটি।
টি-টোয়েন্টি বিশ্বকাপের অষ্টম আসরের উদ্বোধনী ম্যাচে জেলংয়ে এশিয়ান চ্যাম্পিয়নদের ৫৫ রানে হারিয়েছে নামিবিয়া। ১৬৩ রানের পুঁজি নিয়ে লঙ্কানদের তারা অলআউট করে মাত্র ১০৮ রানে।
অবশ্য বছর খানেক ধরেই নিজেদের প্রমাণ দিচ্ছিল নামিবিয়া। সংযুক্ত আরব আমিরাতের আসর ছিল নামিবিয়ার প্রথম টি-টুয়েন্টি বিশ্বকাপ। তখন নেদারল্যান্ডস ও আয়ারল্যান্ডকে হারিয়ে চমক দেখায় দলটি। এবার অস্ট্রেলিয়ায় নিজেদের প্রথম ম্যাচেই তারা হারাল এশিয়া কাপ চ্যাম্পিয়ন শ্রীলঙ্কাকে।
শ্রীলঙ্কাকে হারানোতে বড় অবদান ইয়ান ফ্রাইলিঙ্কের। ৪ চারে ২৮ বলে ৪৪ রানের ইনিংসের পর ২৬ রান দিয়ে দুই উইকেট তুলেছেন তিনি। জেজে স্মিটে ১৬ বলে ৩১ রানের অপরাজিত ইনিংস খেলেন। এরপর ব্যাট হাতেও ফ্লপ লঙ্কানরা। একের পর এক উইকেট হারিয়ে সর্বনাশ। এরমধ্যে ভানুকা রাজাপাকসের ২১ বলে ২০ আর দাসুন শানাকার ২৩ বলে ২৯ তুলে যা একটু লড়াই করেন।
নামিবিয়ার পক্ষে ডেভিড উইজ, বার্নার্ড শুলজ, জেজে স্মিট ও বেন শিকঙ্গো দুটি করে উইকেট তুলে নেন।
সংক্ষিপ্ত স্কোর-
নামিবিয়া: ২০ওভারে ১৬৩/৭ (লিনগেন ৩, লা কুক ৯, লফটি-ইটন ২০, বার্ড ২৬, এরাসমাস ২০, ফ্রাইলিঙ্ক ৪৪, ভিসা ০, স্মিট ৩১*; থিকশানা ৪-০-২৩-১, চামিরা ৪-০-৩৯-১, মাদুশান
৪-০-৩৭-২, করুনারত্নে ৪-০-৩৬-১, হাসারাঙ্গা ৪-০-২৭-১)
শ্রীলঙ্কা: ১৯ ওভারে ১০৮ (নিসানকা ৯, মেন্ডিস ৬, ধনাঞ্জয়া ১২, গুনাথিলাকা ০, রাজাপাকসে ২০, শানাকা ২৯, হাসারাঙ্গা ৪, করুনারত্নে ৫, মাদুশান ০, চামিরা ৮, থিকশানা ১১*; এরাসমাস ১-০-৮-০, ভিসা ৪-০-১৬-২, শুলজ ৪-০-১৮-২, শিকোঙ্গো ৩-১-২২-২, স্মিট ৩-০-১৬-১, ফ্রাইলিঙ্ক ৪-০-২৬-২)
ফল: নামিবিয়া ৫৫ রানে জয়ী
ম্যাচসেরা: ইয়ান ফ্রাইলিঙ্ক
Discussion about this post