বিপিএল গড়াল মাঠে। উদ্বোধনী দিনের দুই ম্যাচে চিটাগাং ভাইকিংসকে ২ উইকেটে হারাল রংপুর রাইডার্স। আরেক লড়াইয়ে কুমিল্লা ভিক্টোরিয়ানসের বিপক্ষে ৬ উইকেটে জিতল ঢাকা ডায়নামাইটস। কিন্তু বিপিএলের উদ্বোধনী ম্যাচ চলার সময়ে ঘটে গেছে অনাকাংখিত ঘটনা!
মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ম্যাচ চলার সময় ২ নম্বর গেট বন্ধ রাখা হয়। যা কীনা মুল গেট। কিন্তু সেখান দিয়ে মিছিল করতে করতে ঢুকে যায় দর্শকরা। গেটের নিরাপত্তা কর্মীরা কোনো বাধা দেননি। টিকিট চেক তো দুরের কথা! এমন সময় দু’জন পদদলিথ হয়ে আহতও হলেন।
মাছরাঙ্গা টিভির প্রতিবেদনে দেখা গেছে- বিসিবি প্রধান নাজমুল হাসান এবং শৃঙ্খলা কমিটির প্রধান শেখ সোহেল দাড়িয়ে সেই দৃশ্য দেখছেন!
অথচ টিকিট বা অ্যাক্রিডিটেশন কার্ড ছাড়া স্টেডিয়াম প্রাঙ্গনে ঢোকা সম্পুর্ন নিষিদ্ধ। সেই নিয়ম থাকল কোথায়? আয়োজকদের সামনেই ভাঙ্গল আইন!
Discussion about this post