আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) সমালোচনা করে বেশ বিপাকেই পড়লেন মোহাম্মদ হাফিজ। বোলারদের অবৈধ অ্যাকশন ধরতে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ সংস্থার কার্যক্রম নিয়ে প্রশ্ন তুলেন পাকিস্তানের এই ক্রিকেটার। এ জন্য কারণ দর্শানো নোটিশ পাঠাবে তার দেশের ক্রিকেট বোর্ড।
বোলারদের অবৈধ অ্যাকশন ধরা নিয়ে আইসিসির প্রক্রিয়াকে ‘সন্দেহজনক’ বলেন হাফিজ। কিন্তু পাকিস্তানের এ অলরাউন্ডারের এই মন্তব্য ভালোভাবে নেয়নি পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। তারা জানায়, ‘বিবিসির সাক্ষাৎকারে হাফিজ যা বলেছে, তা আইসিসির বিরুদ্ধে ভ্রান্ত ধারণা-প্রসূত। এমন মন্তব্যের জন্য হাফিজকে কারণ-দর্শানো নোটিশ পাঠানোর প্রস্তুতি নিচ্ছে পিসিবি।’
অবশ্য পরিস্থির শিকার হয়ে এমনটা করেছেন হাফিজ। অবৈধ অ্যাকশনের জন্য তৃতীয়বারের মতো আন্তর্জাতিক ক্রিকেটে বোলিং করা থেকে নিষিদ্ধ হন তিনি। ৩৭ বছর বয়সী এ অফ স্পিনার অ্যাকশন শুধরে ফিরে এসেছেন। এ সাক্ষাতকারে হাফিজ বলেন, ‘দেখুন, আম্পায়ারেরা প্রশ্ন তোলার পর পরীক্ষায় দেখেছি আমার হাত ১৬, ১৭ থেকে সর্বোচ্চ ১৮ ডিগ্রি ভাঁজ হয়। খালি চোখে এই সামান্য পার্থক্যটুকু তাঁরা বুঝলেন কীভাবে, যখন অনেকের অ্যাকশনে কনুই ২৫ থেকে ৩০ ডিগ্রি ভাঁজ হলেও সেটা ধরতে পারেন না তারা?’
Discussion about this post