পুরোপুরি পেশাদ্বারিত্বের মোড়কে নিজেকে আটকে রাখতে পারলেন না তিনি। হতাশা চেপে না রেখে জানালেন- বাংলাদেশের বিপক্ষে দুই টেস্টের সিরিজটা না খেলতে পেরে তিনিও দুঃখিত! অস্ট্রেলিয়ান টেস্ট দলের অধিনায়ক স্টিভেন স্মিথ জানালেন, ‘আসলে ক্রিকেটারদের নিরাপত্তাই সবচেয়ে বড় দুশ্চিন্তা। পুরো বিষয়টা ক্রিকেট অস্ট্রেলিয়া গত এক সপ্তাহ ধরে নিবিড়ভাবে কাজ করেছে। সিদ্ধিান্তটা ওরাই নিয়েছে। কিন্তু আমরা খেলার জন্য তৈরি ছিলাম। পুরো ব্যাপারটাই দুঃখজনক।”
নিরাপত্তা ইস্যু দেখিয়ে সফর বাতিলের জন্য দুঃখ প্রকাশ করেছে ক্রিকেট অস্ট্রেলিয়াও। আপাতত সফর বাতিল করলেও সময় সুযোগ মতো এদেশে আসতে চেয়েছে তারা। যদিও না করে দেওয়াটাই বাংলাদেশ ক্রিকেটের জন্য বড় আঘাত। বড় দুঃসময়!
এদিকে অস্ট্রেলিয়ান ক্রিকেটার্স এসোসিয়েশনের প্রধান নির্বাহী অ্যালিস্টার নিকোলসন জানালেন- ‘ক্রিকেটাররা বাংলাদেশের মতো চ্যালেঞ্জিং একটা দলের মুখোমুখি হবার জন্য মুখিয়ে ছিল। কিন্তু নিরাপত্তা সবার আগে। কিছুই করার নেই।”
Discussion about this post