একেই বলে মাথা উঁচু করা জয়। গতবারের রানার্স আপ বরিশাল বুলসকে পাত্তাই দিল না ঢাকা ডায়নামাইটস। বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) নিজেদের প্রথম ম্যাচেই যোগ্যতার পরিধিটা দেখিয়ে দিল কুমার সাঙ্গকারার দল। বুলসের ছুঁড়ে দেয়া ১৪৯ রান লক্ষ্যটা অনায়াসেই পেরিয়ে গেল। মঙ্গলবার উদ্বোধনী দিনে কুমার সাঙ্গাকারা ও মেহেদি মারুফের ঝড়ো ব্যাটিংয়ে ঢাকা পেল ৮ উইকেটের দাপুটে জয়।
মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে মঙ্গলবার নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট ১৪৮ রান করে মুশফিকুর রহিমের বরিশাল। জবাবে ২ উইকেট হারিয়ে ৪ ওভার বাকি থাকতেই জয় পায় সাকিব আল হাসানের ঢাকা।
কুমার সাঙ্গাকারা করেন ৩০ রান। মারুফ অপরাজিত ৭৫ রানে থেকে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন। টি-টুয়েন্টি ক্রিকেটে এটিই ২৮ বছর বয়সী এই ক্রিকেটারের প্রথম হাফসেঞ্চুরি। ৪৫ বলে এই রান করেন তিনি। ম্যাচসেরা মেহদী মারুফই।
সংক্ষিপ্ত স্কোর-
বরিশাল বুলস: ২০ ওভারে ১৪৮/৬ (শামসুর ৬, মুনাবিরা ১২, মালান ১৬, মুশফিক ৫০*, শাহরিয়ার ৫৫, থিসারা ৩, এমরিট ১, মারুফ ২*; শাহীদ ৩/২১, রাসেল ০/১০, সাকিব ১/২৩, ব্রাভো ১/২৬, নাসির ০/৮, বোপারা ১/২৩, সানজামুল ০/৭, আলাউদ্দিন ০/১৭, মোসাদ্দেক ০/১২)
ঢাকা ডায়নামাইটস: ১৬ ওভারে ১৪৯/২ (মারুফ ৭৫*, সাঙ্গাকারা ৩০, সাকিব ২০, মোসাদ্দেক ১০*; আল আমিন ০/৩৫, মনির ১/২৩, মেহেদি ০/১৩, এমরিট ০/২১, থিসারা ০/১৬, মুনাবিরা ০/২২, তাইজুল ১/১৪)
ফল: ঢাকা ৮ উইকেটে জয়ী
ম্যাচসেরা: মেহেদী মারুফ
Discussion about this post