দক্ষিণ আফ্রিকায় টেস্ট সিরিজ থেকে ছুটি নিয়েছেন তিনি। ক্লান্তি পেয়ে বসেছে সাকিব আল হাসানকে। কিন্তু ঘরে বসে থাকার উপায় নেই জাতীয় দলের এই তারকা ক্রিকেটারের। এইতো দু’দিন আগেই ঘুরে এসেছেন রোহিঙ্গা ক্যাম্প। সেখানে মিয়ানমার থেকে আসা অসহায় শিশুদের সঙ্গে সময় কাটিয়েছেন। ইউনিসেফের হয়ে সাহায্যের আবেদনও করেছেন তিনি। আর সোমবার দেখা গেল সাকিব দাঁড়িয়েছেন বন্যার্তদের পাশে।
সত্যিকার অর্থেই বিশ্রামের তেমন একটা সুযোগ পাচ্ছেন না সাকিব। সোমবার দুপুরে বিশ্বসেরা অলরাউন্ডার বিসিবির ত্রাণ কার্যক্রমে অংশ নিতে মানিকগঞ্জে যান। স্থানীয় ঘিওর ডিএন উচ্চ বিদ্যালয় মাঠে দুই হাজার বন্যার্তদের মাঝে এ ত্রাণ সামগ্রী প্রদান করা হয়।
ত্রাণ বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মাঝে স্থানীয় সংসদ সদস্য ও বিসিবি পরিচালক নাঈমুর রহমান দুর্জয়, বিসিবি পরিচালক আকরাম খান উপস্থিত থাকেন। সাকিবের ত্রাণ উপলক্ষ্যে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেয় ঘিওর থানা পুলিশ। সাকিবকে একনজর দেখতে অধির আগ্রহে অপেক্ষা করে তার ভক্তরা।প্রচন্ড গরমে দাঁড়িয়ে বন্যার্তদের হাতে ত্রান তুলে দেন সাকিব।
দক্ষিণ আফ্রিকায় টেস্ট না খেললেও ওয়ানডে আর টি-টুয়েন্টি ম্যাচে ঠিকই দেখা যাবে সাকিবকে। ক্লান্তি কাটিয়ে শিগগিরই সেই মিশনের জন্য প্রস্তুত হবেন তিনি।
Discussion about this post