জার্মানি মানেই যেন সেমিফাইনাল নিশ্চিত। গত তিন বিশ্বকাপেই ফুটবল বিশ্ব দেখেছে এই দৃশ্য। এবারো তাই হল। রেকর্ড গড়ল তিনবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। প্রথম দেশ হিসেবে টানা চতুর্থবারের মতো বিশ্বকাপের সেমিতে উঠে গেল জার্মানি।
রিও ডি জেনিরোর মারাকানা স্টেডিয়ামে সেমিফাইনালে উঠার লড়াইয়ে শুক্রবার তারা ১-০ গোলে হারাল ফ্রান্সকে। জয়ের নায়ক ম্যাটস হামেলস।
ম্যাচের ১৩ মিনিটেই জয়সুচক গোলটি পেয়েছে জার্মানি। টনি ক্রুস ফ্রি কিক ভাসান। তাতে মাথা ছুঁইয়ে দেন ম্যাটস হামেলস। বল ফরাসিদের ক্রসবারে লেগে জালে জড়ায় ১-০। এনিয়ে ব্রাজিল বিশ্বকাপে এটি তার দ্বিতীয় গোল।
১৯৯৮ সালের চ্যাম্পিয়ন ফ্রান্স গোল করার একাধিক সুযোগ পেলেও কাজ হয়নি। আরো সরাসরি বলা যায় দলের সেরা তারকা করিম বেনজেমা বারবারই ব্যর্থ হয়েছেন। তাকে আটকে দিয়েছেন জার্মান গোলকিপার ম্যানুয়েল নয়ার।
গরমও বেশ ভুগিয়েছে ইউরোপের দেশ দুটিকে। তাপমাত্রা ২৬ ডিগ্রী।
ম্যাচের ইনজুরি সময়ের শেষ মিনিটে নাটকীয় কিছু একটা ঘটতে যাচ্ছিল। কিন্তু নয়ার আবারো ত্রানকর্তা। বাঁ প্রান্ত থেকে বেনজেমার শট আটকে ডান হাত দিয়ে আটকে দেন। তাতেই জয় নিয়ে মাঠে ছাড়ে জার্মানি। চলে যায় সেমিফাইনালে।
ইতিহাস সঙ্গে ছিল ফ্রান্সের। ১৯৫৮ সাল থেকে তাদের দ্বিতীয় রাউন্ডে উঠা মানেই সেমিফাইনাল নিশ্চিত। ৫৮’র পর সেই ঘঠনার পুনরাবৃত্তি হয়েছে ১৯৮২, ৮৬, ৯৮ ও ২০০৬ বিশ্বকাপে। এবার হল না। দ্বিতীয় রাউন্ড থেকে বিদায় নিল ফ্রান্স।
Discussion about this post