এখনো আশায় বুক বেধে আছেন তিনি। যদি মন গলে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড (ইসিবি) কর্তাদের। টুইটারে সেই আকুতির কথা শুনিয়েছিলেন কেভিন পিটারসেন। কিন্তু ফের হতাশ হতে হল দেশটির ইতিহাসে অন্যতম সেরা এই ক্রিকেটারটিকে। ইসিবির ব্যবস্থাপনা পরিচালক পল ডাউনটন জানিয়ে দিলেন ’নতুন দলে কেভিনের (পিটারসেন) নেই। ইংল্যান্ডের ভালোর জন্যই এই সিদ্ধান্ত নিয়েছি আমরা।’
একইসঙ্গে তিনি আরো জানালেন- অ্যাশেজে বিধ্বস্ত হওয়ার পরই ভবিষ্যতের জন্য দল গড়ার পথে রয়েছে ইংল্যান্ড। ডাউনটন বলছিলেন, ‘অনেক ভেবেই এই সিদ্ধান্ত নিয়েছি আমরা। দেখুন ওকে দলে রেখে ভবিষ্যতের দল গড়া সম্ভব নয়। এ অবস্থায় পেছনে ফেরার কোনো কারণ দেখি না।’
দক্ষিণ আফ্রিকান জন্ম নেওয়া পিটারসেনকে দলে ফেরালে শৃংখলা নষ্ট হবে বলে মনে করছেন ইংল্যান্ডের ক্রিকেট কর্তারা। আসলে অধিনায়ক অ্যালিয়েস্টার কুক থেকে শুরু করে অন্য ক্রিকেটারদের আপত্তির কারনেই অলিখিতভাবে ইংল্যান্ড জাতীয় দলে ‘নিষিদ্ধ’ করা হল তাকে। তবে সরাসরি কোন অভিযোগ তার বিরুদ্ধে তুলেনি ইসিবি।
পিটারসেন এখন ব্যস্ত আইপিএলে। দিল্লি ডেয়ারডেভিলসে খেলছেন তিনি।
ইংল্যান্ডের হয়ে ১০৪ টেস্ট খেলে তিনি করেছেন ৮১৮১ রান। গড় ৪৭.২৮। ১৩৬ ওয়ানডে খেলে পিটারসেনের রান ৪৪৪০।
http://youtu.be/1TBmpl-1vQs
Discussion about this post