সময়টা ভাল যাচ্ছে না তাসকিন আহমেদের। ইনজুরির কারণে আছেন মাঠের বাইরে। খেলা হচ্ছে না চলমান বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) পঞ্চম রাউন্ডের ম্যাচে। এ অবস্থায় দ্রুত সুস্থতার জন্য এই পেসার ভক্তদের দোয়া চেয়েছেন। মঙ্গলবার রাজধানীতে একটি মোবাইল কোম্পানি সেট উদ্বোধনীতে এসে তাসকিন বলেন, চোটের কারণে এ মুহূর্তে মাঠের বাইরে আছি। আর দ্রুত যেন সেরে উঠে মাঠে ফিরতে পারে, সেজন্য সবার কাছে দোয়া চাইছি সবার।
এখন বর্তমানে পুনর্বাসনে আছেন জাতীয় দলের তারকা তাসকিন আহমেদ। পিঠের ব্যথাটা বেড়ে যাওয়ায় তাকে পুনর্বাসনে দিয়েছে বিসিবি। জানা গেছে এক থেকে দেড় মাস মাঠের বাইরে থাকতে হতে পারে তাকে।
তার আগে মাঠের বাইরে ব্যস্ততায় সময় কাটছে। বিজ্ঞাপন প্রতিষ্টানের আবদার মেটাচ্ছেন। এইতো সেদিন সপরিবারে পয়লা বৈশাখটাও পালন করলেন তাসকিন। এখন ক্রিকেটে ফেরার অপেক্ষায় আছেন তিনি।
Discussion about this post