অস্ট্রেলিয়ার রান স্বাতখন ৯ উইকেটে ২৪৪। হাতে শেষ উইকেট, জিততে হলে চাই আরও ৫৭ রান, বল ৩৬। মনে হচ্ছিল সহজেই বুঝি জিততে যাচ্ছে ইংল্যান্ড। কিন্তু কিসের কি? জেমস ফকনার ও এগার নাম্বার ব্যাটসম্যান ক্লিন্ট ম্যাককে নিয়ে চমক দেখালেন। তিন বল হাতে রেখে অস্ট্রেলিয়া শুক্রবার ব্রিসবেনে নাটকীয়ভাবে দ্বিতীয় ওয়ানডে জিতল এক উইকেটেই। হারতে বসা ম্যাচ জিতে গেল অস্ট্রেলিয়া।
অজিদের জয়ের নায়ক অলরাউন্ডার জেমস ফকনার। ৪৭ বলে ৫ ছক্কা ও ৩ বাউন্ডারিতে তার হার না মানা ৬৯ রান। বল হাতেও দুই উইকেট!
টসে জিতে ব্যাট করতে নেমে ইংল্যান্ড ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে তুলে ৩০০ রান। ইয়োইন মর্গান তুলে নেন সেঞ্চুরি। ইয়ান বেল করেন ৬৮।
এ অবস্থায় পাঁচ ম্যাচ সিরিজে অজিরা এগিয়ে গেল ২-০ ব্যবধানে।
সংক্ষিপ্ত স্কোর
ইংল্যান্ড : ৩০০/৮, ৫০ ওভার (মরগান ১০৬, বেল ৬৮, বাটলার ৪৯; ম্যাক্সওয়েল ২/৩১, নিল ২/৫৫)।
অস্ট্রেলিয়া : ৩০১/৯, ৪৯.৩ ওভার (ফকনার ৬৯*, মার্শ ৫৫, ম্যাক্সওয়েল ৫৪; জর্ডান ২/৫৩, ব্রেসনান ২/৬৪)।
ফল: অস্ট্রেলিয়া ১ উইকেটে জয়ী।
ম্যাচসেরা : জেমস ফকনার।
Discussion about this post