অস্ট্রেলিয়ার প্রস্তুতি ম্যাচ নিয়ে নতুন করে গুঞ্জন। সিদ্ধান্ত থেকে সরে এসেছে অস্ট্রেলিয়ান ক্রিকেট দল। ম্যাচটা মাঠে গড়াতেও পারে! বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী রোববার জানালেন, ‘তাঁরা কাল (সোমবার) আবার ফতুল্লা মাঠটা দেখবে। মাঠ যদি তৈরি থাকে, আশা করি ২২-২৩ আগস্ট প্রস্তুতি ম্যাচটা আয়োজন করতে পারব আমরা।’
যদিও একদিন আগেই দুইদিনের এই প্রস্তুতি ম্যাচটি খেলবে না বলে জানিয়েছিল অস্ট্রেলিয়া।রোবার অজি ক্রিকেটার পিটার হ্যান্ডসকম্ব জানালেন, ‘ম্যাচটা হোক বা না হোক, ভালো প্রস্তুতি নিয়েই প্রথম টেস্টটা শুরু করব আমরা। ডারউইনে প্রস্তুতিটা বেশ ভাল হয়েছে আমাদের। নিজেদের মধ্যে তিন দিনের একটি ম্যাচ খেলেছি। শুনেছি আমাদের জন্য ম্যাচটা আয়োজনের সব চেষ্টাই করছে বিসিবি। আমাদের এখানে অনুশীলন করা নির্ভর করবে আবহাওয়ার ওপর।’
উপমহাদেশে অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের সাফল্য তেমন একটা নেই। এনিয়ে অবশ্য হতাশ নন ৮ টেস্ট খেলা হ্যান্ডসকম্ব। তিনি জানালেন, ‘এটা ঠিক অন্যদের তুলনায় আমাদের উপমহাদেশে খেলার অভিজ্ঞতা তেমন একটা নেই। দেখুন খোলা মনে উপমহাদেশে খেলতে যাচ্ছি।’ একইসঙ্গে হ্যান্ডসকম্ব উইকেট নিয়ে চিন্তিত নন তারা। বলেন, ‘উপমহাদেশের উইকেট আমাদের মতো না। তাই এখানে খেলাটা বেশ চ্যালেঞ্জিং। তবে পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিয়েই খেলতে হবে আমাদের।’
আগামী ২৭ আগস্ট মিরপুরে মুশফিকদের বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট খেলতে নামবে অজিরা। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টটি হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে, শুরু ৪ সেপ্টেম্বর।
Discussion about this post