তিনদিনের ম্যাচে নাটকীয় কিছু ঘটেনি। বেনোনির উইলোমুর পার্কে ক্রিকেট দক্ষিণ আফ্রিকার আমন্ত্রিত একাদশের সঙ্গে বাংলাদেশের প্রস্তুতি ম্যাচটা শেষ পর্যন্ত ড্র হয়েছে। কিন্তু বাংলাদেশ দলের ঠিকই আক্ষেপ আর অপ্রাপ্তি থেকেই যাচ্ছে। প্রস্তুতিতে যা প্রত্যাশা ছিল তা ঠিকঠাক মতো পায়নি টাইগাররা। সঙ্গে যোগ হয়েছে দুই টাইগার ক্রিকেটারের ইনজুরি। প্রথম ইনিংসে ঊরুর পেশিতে চোট পান তামিম ইকবাল। এরপর আর মাঠেই নামতে পারেননি তিনি। আবার কাঁধে চোট পেয়েছেন আরেক ওপেনার সৌম্য সরকার। তাদের প্রথম টেস্টে খেলা অনিশ্চিতই হয়েই থাকল।
শনিবার তামিম-সৌম্যকে ছাড়াই ব্যাটিংয়ে নেমে বাংলাদেশ দ্বিতীয় ইনিংস ঘোষণা করে ৯ উইকেটে ২৩৫ রান তোলে।তারপরই দুই অধিনায়কের সম্মতিতে ম্যাচ ড্র হয়।
ম্যাচের ১ম ইনিংসে বাংলাদেশিদের মধ্যে ফিফটি পেয়েছিলেন মুশফিক, মুমিনুল আর সাব্বির। আর ২য় ইনিংসে হাফসেঞ্চুরি করেন ইমরুল কায়েস (৫১), সাব্বির রহমান (৬৭) মুমিনুলের ব্যাটে ৩৩ রান।দক্ষিণ আফ্রিকার উইকেটে বাড়তি পেস আর বাউন্স থাকে। সেখানে ঠিকঠাক মতো মানিয়ে নিতে পারল না বাংলাদেশ।
এর আগে বল হাতে মুস্তাফিজ ২.১৫ গড়ে ১৩ ওভারে দেন ২৮ রান। ১.৮০ গড়ে ১৫ ওভারে শুভাশিসের খরচ ২৭। দুজন একটি করে উইকেট নেন। শফিউল ১২ ওভারে ৬৫ দিয়ে দুই উইকেট নিয়েছেন। এর আগে বাংলাদেশ প্রথম ইনিংসে ৭৪.১ ওভারে ৭ উইকেটে ৩০৬ রান তুলে ইনিংস ঘোষণা করে। দ্বিতীয় দিন আফ্রিকার আমন্ত্রিত একাদশ ৮ উইকেট হারিয়ে ৩১৩ তুলে ইনিংস ঘোষণা করেছিল।
বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকার মধ্যকার দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটি শুরু হচ্ছে আগামী ২৮ সেপ্টেম্বর। দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু ৬ অক্টোবর। তারপর তিনটি ওয়ানডে এবং দুটি টি-টুয়েন্টি ম্যাচে লড়বে দুই দেশ।
সংক্ষিপ্ত স্কোর-
বাংলাদেশ ১ম ইনিংস: ৩০৬/৭ ডিক্লেয়ার্ড ও ২য় ইনিংস: ৬৩ ওভারে ২৩৫/৯ (লিটন ২, ইমরুল ৫১, মুমিনুল ৩৩, মুশফিক ৩, মাহমুদউল্লাহ ১৫, সাব্বির ৬৭, মিরাজ ১৪, তাইজুল ১৪, শফিউল ০, তাসকিন ১৫*, শুভাশিস ৩*; প্রিটোরিয়াস ১/৩৫, বোকাকো ১/১৯, কোহেন ১/৩৮, ভন বর্গ ৪/৭৭, দু প্লয় ২/৫১)
ক্রিকেট দক্ষিণ আফ্রিকা আমন্ত্রিত একাদশ ১ম ইনিংস: ৩১৩/৮ ডিক্লেয়ার্ড
ফল: ড্র
Discussion about this post