নাটকীয় কিছু ঘটেনি। একেবারে সাদামাটা ড্র হল বাংলাদেশ-সেন্ট কিটস ও নেভিসের মধ্যকার তিনদিনের প্রস্তুতি ম্যাচ। তবে টেস্ট সিরিজ শুরুর আগে ব্যাটিং অনুশীলনটা বেশ সেরে নিলেন দুই দলের ব্যাটসম্যানরা। প্রথমে সেঞ্চুরি তুলে নিয়েছিলেন মুশফিকুর রহীম, নাসির হোসেন। এরপর শিবনারায়ন চন্দরপল ঝলক।
সোমবার সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে ৪ উইকেটে ২৩২ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করে সেন্ট কিটস ও নেভিস। শেষ পর্যন্ত প্রথম ইনিংসে অলআউট হয়ে তুলে ৩৯৯ রান।
চন্দরপলের ব্যাট থেকে আসে ১৮৩ রান। বাংলাদেশের হয়ে শুভাগত হোম চৌধুরী, রুবেল হোসেন ও তাইজুল ইসলাম তিনটি করে উইকেট নেন।
এর আগে বাংলাদেশ ৭ উইকেটে ৩৭৭ রানে প্রথম ইনিংস ঘোষণা করেছিল।
আগামী শুক্রবার সেন্ট ভিনসেন্টে সিরিজে প্রথম টেস্টে মুখোমুখি হবে ওয়েস্ট ইন্ডিজ ও বাংলাদেশ।
#######################
বাংলাদেশ ১ম ইনিংসে ৩৭৭/৭, লড়ছে উইন্ডিজ
তিন দিনের প্রস্তুতি ম্যাচে জবাব দিচ্ছে সেন্ট কিটস ও নেভিসের ব্যাটসম্যানরাও। দ্বিতীয় দিন শেষে রোববার তারা ৪ উইকেট হারিয়ে তুলেছে ২৩২ রান।
শিবনারায়ন চন্দরপল ৭০ রানে অপরাজিত রয়েছেন। শেন জেফারস করেন ১১৮ রানের দারুণ এক ইনিংস।
এর আগে বাংলাদেশের ১ম ইনিংসে ৭ উইকেট হারিয়ে ৩৭৭ রান তুলে ইনিংস ঘোষণা করে।
বাংলাদেশের হয়ে শুভাগত হোম চৌধুরী, মাহমুদুল্লাহ রিয়াদ, তাইজুল ইসলাম ও রুবেল হোসেন একটি করে উইকেট নিয়েছেন।
এর আগে ব্যাট হাতে দারুণ অনুশীলন করে নেন মুশফিকুর রহীম। বাংলাদেশ অধিনায়ক অপরাজিত থাকেন ১০৬ রানে। আবার নাসির হোসেন ঠিক শতরান করেই ফিরে যান সাজঘরে।
এরপরই বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ দুই টেস্টের সিরিজে মুখোমুখি হবে। প্রথমটি শুরু হবে ৫ সেপ্টেম্বর।
##############################
প্রথম দিন বাংলাদেশের
টেস্ট সিরিজ শুরুর আগে প্রস্তুতিটা বেশ ভালই হচ্ছে বাংলাদেশের। তিনদিনের প্রস্তুতি ম্যাচের প্রথম দিনটা বেশ কেটেছে তাদের। সেন্ট কিটস ও নেভিসের বিপক্ষে শনিবার দিন শেষে বাংলাদেশের রান ৬ উইকেট হারিয়ে ৩৩০।
ব্যাট হাতে এদিন বেশ লড়লেন মুশফিকুর রহীম এবং নাসির হোসেন। সপ্তম উইকেট জুটিতে দু’জন যোগ করেন ১৪৪ রান। এরমধ্যে অধিনায়ক মুশফিক ৮২ ও নাসির ৭৮ রানে অপরাজিত থেকে ১ম দিন শেষে মাঠ ছাড়েন।
সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে ৩দিনের এই ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করতে নামে বাংলাদেশ। যদিও তেমন কিছুই করতে পারেন নি দুই ওপেনার শামসুর রহমান (১০) এবং তামিম ইকবাল (২০)। এরপর মুমিনুল হক ১০ রান করে ফিরে যান।
ইমরুল কায়েসের ব্যাট থেকে আসে ৪৪।
৫ সেপ্টেম্বর শুরু হবে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ প্রথম টেস্ট। ভেনু্-সেন্ট কিটস।
Discussion about this post