ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
সকাল থেকেই কুয়াশার চাঁদরে ঢাকা রাজধানী। এরমধ্যেই বুধবার ঠিক সময়েই শুরু হয় বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের প্রথম ওয়ানডে। তবে বৃষ্টির চোখ রাঙানিতে মাঠ ছাড়তেই হয়। চতুর্থ ওভারের মাঝপথে মিরপুরের শেরোবাংলায় নামে বৃষ্টি, বন্ধ হয়ে যায় খেলা।
তখন টস হেরে ব্যাটিংয়ে নামা ওয়েস্ট ইন্ডিজের স্কোর ৩.৩ ওভারে ১ উইকেটে ওয়েস্ট ইন্ডিজ। উইকেটে জশুয়া ডি সিলভা ও আন্দ্রে ম্যাককার্থি। খেলার দ্বিতীয় ওভারে বোলিংয়ে এসেই উইকেট নেন মুস্তাফিজুর রহমান। এলবিডব্লিউ করে বিদায় করেন সুনিল আমব্রিসকে। ফেরেন ৭ রানে।
করোনা কালে গ্যালারিতে ছিল না দর্শক। এরমধ্যে ১০ মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার সিরিজের উদ্বোধন ঘোষণা করেন বিসিবি প্রধান নাজমুল হাসান। বেলুন উড়িয়ে সূচনা করেন তিনি। একইসঙ্গে ‘ব্ল্যাক লাইভস ম্যাটার’ আন্দোলনের প্রতি সংহতি জানান বাংলাদেশের ক্রিকেটাররা। ক্যারিবিয়ানদের সঙ্গে সাকিব-তামিম-সাকিবরাও হাঁটু গেড়ে একাত্মতা জানান।
এই ম্যাচ দিয়েই ওয়ানডে অভিষেক হয়েছে তরুণ পেসার হাসান মাহমুদের। দলে আছেন পেসার মুস্তাফিজুর রহমান ও রুবেল হোসেনও।
ওয়েস্ট ইন্ডিজ দলে প্রথম ওয়ানডেতে অভিষেক হচ্ছে ছয় জনের। জেসন মোহাম্মদ, সুনিল আমব্রিস, রভম্যান পাওয়েল, আলজারি জোসেফ ও র্যামন রিফারের কেবল ওয়ানডে খেলার অভিজ্ঞতা রয়েছে।
বাংলাদেশ: তামিম ইকবাল, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, সৌম্য সরকার, মেহেদী হাসান মিরাজ, হাসান মাহমুদ, মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন।
ওয়েস্ট ইন্ডিজ: জেসন মোহাম্মেদ, সুনিল আমব্রিস, জশুয়া ডি সিলভা, আন্দ্রে ম্যাকার্থি, এনক্রুমা বোনের, জামার হ্যামিল্টন, রভম্যান পাওয়েল, কাইল মায়ার্স, শেমার হোল্ডার, আলজারি জোসেফ, রেমন রিফার।
Discussion about this post