পাতানো ম্যাচের কলঙ্ক থেকে কিছুতেই বেরিয়ে আসতে পারছে না পাকিস্তান ক্রিকেট। এবার এই ফাঁদে পা দিলেন দুই সিনিয়র ক্রিকেটার। জাতীয় দলের দুই তারকা ক্রিকেটার উমর আকমল ও মোহাম্মদ সামির বিরুদ্ধে ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগ উঠল। এরইমধ্যে এই অভিযোগের পর তদন্ত শুরু করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড।
তিন সদস্যের দুর্নীতি দমন কমিশনের কাছে ইংল্যান্ডের ক্রাইম এজেন্সির এক কর্মকর্তা ফিক্সিং নিয়ে সাক্ষ্য দিয়েছেন। তারপরই দেশটির গণমাধ্যমে উঠে এসেছে এই দুই ক্রিকেটারের নাম। খোদ বোর্ডের চেয়ারম্যান শাহরিয়ার খান এই দুজনের নাম বলেছেন একটি সংবাদপত্রে। তবে এরপরই ভোল পাল্টে তিনি জানান, ‘আমি গণমাধ্যমসহ সকলকে অনুরোধ করব, নাম নেওয়া থেকে দূরে থাকতে।’
মোহাম্মদ সামি অবশ্য বেশ কিছুদিন ধরেই নেই পাকিস্তান জাতীয় দলে। বিভিন্ন দেশের টি-টুয়েন্টি লিগে দেখা যায় তাকে। এমন কী বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) তার চাহিদা রয়েছে। এ অবস্থায় এমন অভিযোগে হতাশ হয়ে পড়েছেন তিনি। তার ক্যারিয়ারটাই এখন হুমকির মুখে! আর উমর আকমল লন্ডনে হাঁটুর চিকিৎসা করাতে গেছেন।
পাকিস্তানের টি-টুয়েন্টি লিগে ফিক্সিং নিয়ে এখনো সরগরম! এরইমধ্যে আলোচনায় সামি ও আকমল। পাকিস্তান ক্রিকেটে আরো একবার বড় ধরনের ধাক্কা খেল!
Discussion about this post