আসছে মাসেই পাকিস্তান ‘এ’ দলের বিপক্ষে দুটি চার দিন ও তিনটি একদিনের ম্যাচ খেলবে বাংলাদেশ ‘এ’ দল। প্রতিটি ম্যাচই হবে ইসলামাবাদে। এই সফরের জন্য বাংলাদেশ ‘এ’ দল ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার দুটি চার দিনের ম্যাচের জন্য আলাদা দল ঘোষণা করল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। প্রথম চারদিনের ম্যাচের দলে রয়েছেন মুশফিকুর রহিম, মুমিনুল হক, মাহমুদুল হাসান, জাকির হাসানদের মতো টেস্ট দলের নিয়মিত ক্রিকেটাররা।
প্রথম ম্যাচের পর এই ক্রিকেটাররা যোগ দিতে পারেন টেস্ট সিরিজের দলে। তিন সপ্তাহের এই সফরে দুটি চার দিনের ও তিনটি এক দিনের ম্যাচ খেলবে বাংলাদেশ।
৬ আগস্ট পাকিস্তানের পথে দেশ ছাড়বে বাংলাদেশ দল। ইসলামাবাদে ১০ আগস্ট শুরু প্রথম ৪ দিনের ম্যাচ। ওই মাঠেই ১৭ আগস্ট শুরু হবে দ্বিতীয় ৪ দিনের ম্যাচ।
আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের দুটি ম্যাচ খেলতে ১৬ আগস্ট পাকিস্তান সফরে যাবে বাংলাদেশ জাতীয় দল। রাওয়ালপিন্ডিতে ২১ আগস্ট শুরু প্রথম টেস্ট। করাচিত ৩০ আগস্ট থেকে শুরু সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট।
ইসলামাবাদেই ২৩, ২৫ ও ২৭ আগস্ট এক দিনের ম্যাচ তিনটি খেলবে বাংলাদেশ ‘এ’ দল।
প্রথম ৪ দিনের ম্যাচের দল-
মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, এনামুল হক, মুমিনুল হক, মুশফিকুর রহিম, শাহাদাত হোসেন, মোসাদ্দেক হোসেন, মাহিদুল ইসলাম, নাঈম হাসান, হাসান মুরাদ, তানভির ইসলাম, হাসান মাহমুদ, তানজিম হাসান, রেজাউর রহমান, রুয়েল মিয়া।
দ্বিতীয় ৪ দিনের ম্যাচের দল
এনামুল হক, মোহাম্মদ নাঈম, সাইফ হাসান, সৌম্য সরকার, শাহাদাত হোসেন, মোসাদ্দেক হোসেন, জাকের আলি, তাওহিদ হৃদয়, মাহিদুল ইসলাম, হাসান মুরাদ, তানভির ইসলাম, মোহাম্মদ সাইফউদ্দিন, তানজিম হাসান, রেজাউর রহমান, রুয়েল মিয়া।
ওয়ানডে সিরিজের দল
সৌম্য সরকার, এনামুল হক, মোহাম্মদ নাঈম, সাইফ হাসান, তাওহিদ হৃদয়, মাহিদুল ইসলাম, মোসাদ্দেক হোসেন, জাকের আলি, রিশাদ হোসেন, শেখ মেহেদি হাসান, তানভির ইসলাম, মোহাম্মদ সাইফউদ্দিন, তানজিম হাসান, রেজাউর রহমান, রুয়েল মিয়া।
Discussion about this post