ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
ওয়ানডে সিরিজে পাকিস্তানের সামনে পাত্তাই পায়নি শ্রীলঙ্কা। একটি ম্যাচ ভেসেছে বৃষ্টিতে। কিন্তু পরের দুটিতে অনায়াস জয় পেয়েছে সরফরাজ আহমেদের দল। কিন্তু টি-টুয়েন্টিতে পাল্টে গেল দৃশ্যপট। ঝড়ো ব্যাটিংয়ে শুরুতে পথ দেখালেন দানুশকা গুনাথিলাকা। এরপর দাপুটে বোলিংয়ে কোণঠাসা করে ফেলে পাকিস্তান।
শনিবার প্রথম টি-টুয়েন্টিতে ৬৪ রানে জিতেছে শ্রীলঙ্কা। শ্রীলঙ্কার ছুঁড়ে দেওয়া ১৬৪ রানের জবাবে পাকিস্তান অলআউট হয়ে যায় ১০১ রানে।
লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে টস জিতে উদ্বোধনী জুটিতে দাপট দেখায় শ্রীলঙ্কা। ওয়ানডেতে আগের ম্যাচে সেঞ্চুরি করা গুনাথিলাকা দুর্দান্ত খেলেছেন এদিনও। ৩৮ বলে ৮ চার ও এক ছক্কায় গুনাথিলাকা তুলেন ৫৭ রান। অভিষিক্ত ভানুকা রাজাপাকাসে করেন ২২ বলে ৩২ রান।
৩৪ বলে ৩৩ রান তুলেন আভিশকা ফার্নান্দো। পেসার মোহাম্মদ হাসনাইন ৩৭ রানে নেন ৩ উইকেট।
জবাবে নেমে শুরুতেই ব্যর্থ বাবর আজম। আহমেদ শেহজাদ ৯ বলে ৪ রান করে ফেরেন। ২৪ বলে সর্বোচ্চ ২৫ রান করেন ইফতিখার আহমেদ। ৩০ বলে ২৪ রান করেন অধিনায়ক সরফরাজ। ইসুরু উদানা ১১ রানে ৩ উইকেট নেন। প্রদিপ ৩ উইকেট শিকার করেন ২১ রানে।
আগামী সোমবার করাচিতেই অনুষ্ঠিত হবে দ্বিতীয় টি-টুয়েন্টি।
সংক্ষিপ্ত স্কোর-
শ্রীলঙ্কা: ২০ ওভারে ১৬৫/৫ (গুনাথিলাকা ৫৭, ফার্নান্দো ৩৩, রাজাপাকাসে ৩২, শানাকা ১৭, জয়াসুরিয়া ২, উদানা ৫*, হাসারাঙ্গা ৭*; ইমাদ ০/২৪, ফাহিম ০/২১, হাসনাইন ৩/৩৭, আমির ০/২৫, শাদাব ১/৩৫, ইফতিখার ০/৭)
পাকিস্তান: ১৭.৪ ওভারে ১০১ (বাবর ১৩, শাহজাদ ৪, আকমল ০, সরফরাজ ২৪, ইফতিখার ২৫, আসিফ ৬, ইমাদ ৭, ফাহিম ৮, শাদাব ৬, আমির ১, হাসনাইন ০*; রাজিথা ১/২০, প্রদিপ ৩/২১, উদানা ৩/১১, হাসারাঙ্গা ২/২০, সান্দাক্যান ০/২৪)
ফল: শ্রীলঙ্কা ৬৪ রানে জয়ী
Discussion about this post