তার চেহারায় লেগে আছে কৈশোরের চাঞ্চল্য। এইতো সেদিন, দুমাস আগে ১৮তম জন্মদিনের কেক কেটেছেন। বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ দলের অধিনায়ক বড়দের সঙ্গে সমান তালেই খেলছেন। বুধবার তারই এক ঝলক দেখা গেল। নীরবে সাইফ হাসান জাতীয় লিগে গড়লেন দুর্দান্ত এক রেকর্ড। প্রথম শ্রেণীর ক্রিকেটে বাংলাদেশের হয়ে সবচেয়ে কম বয়সে ডাবল সেঞ্চুরি এখন তার। তারচেয়ে কম বয়সে দ্বি-শতকের রেকর্ড আছে মাত্র ১৪টি।
সিলেট ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে প্রথম স্তরের ম্যাচে বরিশাল বিভাগ খেল ঢাকা বিভাগের সঙ্গে। বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক সাইফ হাসান দ্বিতীয় ম্যাচে সেঞ্চুরি তুলে নিয়েছিলেন আগের দিনই। বুধবার থামেন ২০৪ রানে। ৪১০ বলের ইনিংসটি খেলেন। প্রথম শ্রেণির ক্রিকেটে এটি তার দ্বিতীয় সেঞ্চুরি।
১৮ বছর ৬৬ দিন বয়সী সাইফ যোগ্যতার পরিধিটা দেখিয়ে দিলেন। প্রথম শ্রেণির ক্রিকেটে সবচেয়ে কম বয়সে সেঞ্চুরির রেকর্ড পাকিস্তানের হাসান রাজার। ১৯৯৭-৯৮ মৌসুমে করাচি হোয়াইটসের হয়ে ভাওয়ালপুরের বিপক্ষে ২০৪ রানের ইনিংস খেলেন। তখন তার বয়স মাত্র ১৫ বছর ২১৫ দিন। অবশ্য ১৪ বছর ২৭৭ দিনে তার টেস্ট অভিষেক হয়েছিল।
১৮ বছরের কমে আরও ১৩টি ডাবল সেঞ্চুরির কীর্তি আছে। মজার ব্যাপার হল তার মধ্যে পাকিস্তানেরই সাতজন। কাউন্টিতে সবচেয়ে কম বয়সে ডাবল সেঞ্চুরি করেন স্যার ডব্লু জি গ্রেস। সারের বিপক্ষে ২২৪ রান করেন তিনি। ১৮৬৬ সালে তখন গ্রেসের বয়স ১৭ বছর ৩৫৬ দিন।
Discussion about this post