মাঠের বাইরে ভারতীয় ক্রিকেট কর্তারা বিশ্বসেরা। কিন্তু মাঠে তাদের দল লজ্জায় ডুবছে। এইতো শুক্রবার বিশ্বচ্যাম্পিয়ন ভারতকে ৪-০ তে হারিয়ে ওয়ানডে সিরিজ জিতল নিউজিল্যান্ড। ওয়েলিংটনে মহেন্দ্র সিং ধোনির দলকে ৮৭ রানে হারল কিউইরা।
২০০৬ সালের পর এই প্রথম ৪-০তে ওয়ানডে সিরিজ হারল ভারত। দক্ষিণ আফ্রিকা সফরে সেবার চার ম্যাচেই হারতে হয়েছিল ভারতকে।
ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে নিউজিল্যান্ড ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে তুলে ৩০৩ রান। রস টেলর তুলে নেন সেঞ্চুরি। জবাবে ২১৬ রান তুলেই অলআউট। তবে এ ম্যাচে ওয়ানডেতে ৮ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন মহেন্দ্র সিং ধোনি।
সংক্ষিপ্ত স্কোর
নিউজিল্যান্ড : ৩০৩/৫, ৫০ ওভার (গাপটিল ১৬, রাইডার ১৭, উইলিয়ামসন ৮৮, টেলর ১০২, ব্রেন্ডন ম্যাককালাম ২৩, নিশাম ৩৪*, রনচি ১১*; অ্যারন ২/৬০, কোহলি ১/৩৬, ভুবনেশ্বর ১/৪৮, সামি ১/৬১)।
ভারত : ২১৬/১০, ৪৯.৪ ওভার (রোহিত ৪, ধাওয়ান ৯, কোহলি ৮২, রাহানে ২, রাইডু ২০, ধোনি ৪৭, অশ্বিন ৭, জাদেজা ৫, ভুবনেশ্বর ২০, সামি ১৪*, অ্যারন ০; হেনরি ৪/৩৮, উইলিয়ামসন ২/১৯, মিলস ২/৩৫, নাথান ম্যাককালাম ১/৩৩, নিশাম ১/৪৫)।
ফল : নিউজিল্যান্ড ৮৭ রানে জয়ী।
ম্যাচসেরা : রস টেইলর।
সিরিজ : পাঁচ ম্যাচ সিরিজে নিউজিল্যান্ড ৪-০তে জয়ী
Discussion about this post