হতে পারতেন জয়ের নায়ক। শেষ ওভারে ম্যাজিক দেখিয়ে সেটা করার সুযোগও দিয়েছিলেন মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক রোহিত শর্মা। কিন্তু নায়ক হতে পারলেন না মুস্তাফিজুর রহমান। রোমাঞ্চকর শেষ ওভারে দলকে জয় জিতিয়ে মাঠ ছাড়েন কেদার যাদব। মুস্তাফিজকে ছক্কা-চার হাঁকিয়ে চেন্নাই সুপার কিংসকে আনন্দে ভাসান তিনি।
মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে শনিবার এবারের আইপিএলের উদ্বোধনী ম্যাচে ১ উইকেটে জিতেছে চেন্নাই। ১৬৬ রানের লক্ষ্য ১ বল বাকি থাকতে জয়ের বন্দরে নোঙর করে দলটি। একাই ম্যাচের চিত্রটা পাল্টে দেন ডোয়াইন ব্রাভো। তার ঝড়ো ব্যাটিংয়ে হারতে যাওয়া ম্যাচটি জিতল চেন্নাই।
ম্যাচের শেষ ৩ ওভারে মহেন্দ্র সিং ধোনির দল চেন্নাইয়ের জিততে প্রয়োজন ছিল ৪৭ রান। ঠিক তখনই স্রোতের বিপরীতে ঝড় তুলেন ব্রাভো। এই ক্যারিবিয়ান মিচেল ম্যাকগ্লেনাগান ও জাসপ্রিত বুমরাহর দুই ওভার থেকে ৪০ রান তুলেন। অার ৩০ বলের ঝড়ো ইনিংসে ৭ ছক্কা ও তিন চারে ৬৮ রান করে সাজঘরের পথ ধরে ব্র্যাভো।
মুস্তাফিজের শেষ ওভারে জিততে চেন্নাইয়ের দরকার ছিল ৭ রান। উইকেটে ছিল তাদের শেষ জুটি। প্রথম তিনটি বলে রান নেননি কেদার যাদব। কিন্তু চতুর্থ বলে ছক্কা। পরের বলে বাউন্ডারি হাকিয়ে মেতে উঠেন উল্লাসে।
ম্যাচে ৪ ওভারে ৩৯ রান দিয়ে রবীন্দ্র জাদেজার উইকেট নেন মুস্তাফিজ।
Discussion about this post