বয়সকে হার মানিয়ে ব্যাট হাতে আগের মতোই চমক দেখিয়ে যাচ্ছেন মহেন্দ্র সিং ধোনি। ৩৬ বছর বয়সেও তরুনদের সঙ্গে লড়ে যাচ্ছেন তিনি। তারই পথ ধরে এবার নতুন একটি মাইলফলক স্পর্শ করেছেন তিনি। শুক্রবার দিল্লির বিপক্ষে ব্যাট হাতে ১৭ রান তুলেন ধোনি। এই রান করার পথে পঞ্চম ভারতীয় ক্রিকেটার হিসেবে ৬০০০ রানের মাইলফলক ছুঁয়ে ফেলেন ধোনি।
ফিরোজ শাহ কোটলায় দিল্লির বিপক্ষে মাঠে নামার আগে ৬ হাজার রান ক্লাবে পা রাখতে দরকার ছিল ১০ রান। ২৯০টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে এই মাইলফলক পেরিয়ে গেলেন তিনি। টি-টুয়েন্টিতে তার ২৪টি হাফ সেঞ্চুরি থাকলেও কোনো শতরান নেই। সর্বোচ্চ ইনিংস অপরাজিত ৭৯।
ধোনির আগে টি-টুয়েন্টিতে ৬ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন সুরেশ রায়না (৭৭০৮), বিরাট কোহলি (৭৬২১), রোহিত শর্মা (৭৩০৩) আর গৌতম গাম্ভীর (৬৪০২)। টি-টুয়েন্টি ক্রিকেটে সবচেয়ে বেশি রানন ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইলের। করেছেন ১১ হাজার ৪৩৬ রান। রয়েছে ২১টি সেঞ্চুরি ও ৫০টি হাফ সেঞ্চুরি। ক্যারিয়ার সেরা ইনিংস ১৭৫*। দ্বিতীয় স্থানে আছেন নিউজিল্যান্ডের ব্রেন্ডান ম্যাককালাম। ৩৩৫ টি-টুয়েন্টি ম্যাচে তিনি করেছেন ৯ হাজার ১১৯ রান। ৪৭টি হাফ সেঞ্চুরির সঙ্গে আছে ৭টি সেঞ্চুরি।
Discussion about this post