হারারে টেস্টের দ্বিতীয় দিন শেষে বুধবার পাকিস্তান তাদের প্রথম ইনিংসে ৩ উইকেটে ১৬৩ রান করেছে। ইউনুস খান ৫২ এবং মিসবাহ উল হক ২৭ রানে উইকেটে রয়েছেন। এর আগে জিম্বাবুয়ে তাদের প্রথম ইনিংসে কাল ২৯৪ রানে অল আউট হয়ে যায়।
দলের ৯৬ রানের মাথায় দুর্ভাগ্যজনকভাবে রান আউট হন খুররম মনজুর। এরপর দেখে শুনে খেলেন ইউনুস এবং মিসবাহ। দু’জন ৬৭ রানের জুটি গড়ে এখনও অবিচ্ছিন্ন। হাফসেঞ্চুরি করার পথে টেস্টে চতুর্থ পাকিস্তানি ব্যাটসম্যান হিসেবে সাত হাজার রানের মাইলফলক পেরিয়ে যান ইউনুস।
সংক্ষিপ্ত স্কোর
জিম্বাবুয়ে ১ম ইনিংস : ২৯৪/১০ (সিবান্দা ১৪, মাসাকাদজা ৭৫, টেলর ৫১, ওয়ালার ২৩, চিগুম্বুরা ১৫, উতসেয়া ২২, পানিয়াঙ্গারা ২৪, চাতারা ২১, ভিটোরি ১৯*; জুনায়েদ ৪/৬৭, রাহাত ২/৪৮, রেহমান ৩/৪৭)।
পাকিস্তান ১ম ইনিংস : ১৬৩/৩ (মনজুর ৫১, হাফিজ ২২, ইউনুস ৫২ ব্যাটিং, মিসবাহ ২৭ ব্যাটিং; পানিয়াঙ্গারা ১/৩০, ভিটোরি ১/৪২)।
Discussion about this post