ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
২০২০, দুঃস্বপ্নের আরেক নাম! গত বছরের পুরোটা জুড়েই ছিল ব্যস্ত ক্রিকেট সূচি। কিন্তু করোনাভাইরাসে সর্বনাশ। তবে এবার এই প্রাণঘাতি ভাইরাসের শঙ্কা কাটিয়ে বছরের শুরুতেই আন্তর্জাতিক ক্রিকেটে মুখোমুখি বাংলাদেশ।
বুধবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে দিন-রাতের ম্যাচ নামছে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ। প্রথম ওয়ানডে শুরু বেলা সাড়ে ১১টায়। দর্শক মাঠে গিয়ে দেখতে পারছে না সিরিজের ম্যাচ। তবে বেসরকারি টিভি চ্যানেলে সরাসরি সম্প্রচারিত হবে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার ‘বঙ্গবন্ধু ক্রিকেট সিরিজ-২০২১’।
রাষ্ট্রায়ত্ত্ব টিভি চ্যানেল বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ছাড়াও খেলা দেখাবে প্রথম খেলাধুলার চ্যানেল টি স্পোর্টস ও নাগরিক টিভি।
উইন্ডিজের বাংলাদেশ সফর সূচি-
২০ জানুয়ারি : প্রথম ওয়ানডে, ভেন্যু: শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, ঢাকা
২২ জানুয়ারি: দ্বিতীয় ওয়ানডে, ভেন্যু: শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, ঢাকা
২৫ জানুয়ারি: তৃতীয় ওয়ানডে, ভেন্যু: জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, চট্টগ্রাম
২৮-৩১ জানুয়ারি, ২০২১: চারদিনের ম্যাচ, ভেন্যু: এম এ আজিজ স্টেডিয়াম, চট্টগ্রাম
৩-৭ ফেব্রুয়ারি, ২০২১: প্রথম টেস্ট, ভেন্যু: জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, চট্টগ্রাম
১১-১৫ ফেব্রুয়ারি, ২০২১– দ্বিতীয় টেস্ট, ভেন্যু: শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, ঢাকা
Discussion about this post