ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
২০২০ আইসিসি টি-টুয়েন্টি বিশ্বকাপের বাছাই পর্ব স্বপ্নের মতোই কাটল। কোন হার নেই। টানা প্রতিটি ম্যাচেই জয়। ফাইনালেও সেই একই গল্প। শনিবার থাইল্যান্ডকে উড়িয়ে দিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ। অজেয় সালমা খাতুনের দল। স্কটল্যান্ডের ডান্ডিতে অনুষ্ঠিত ফাইনালে ৭০ রানের বিশাল ব্যবধানে জয় তুলে নেয় টাইগ্রেসরা।
বাছাই পর্বের ফাইনালে টস প্রথমে ব্যাট করতে নেমে বাংলাদেশের মেয়েরা ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে তুলে ১৩০ রান। জবাব দিতে নেমে ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে থাইল্যান্ডের মেয়েরা করে ৬০ রান।
ফাইনালে হারলেও থাইল্যান্ডের মেয়েরাও বাংলাদেশের সঙ্গে বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে।
ব্যাটারদের ব্যাটেই শুরুতে জয়ের ভিত গড়ে বাংলাদেশ। মুরশিদা খাতুন ও সানজিদা ইসলাম ওপেনিং ১০ ওভারে কোনো উইকেট না হারিয়ে তুলে ৬৮ রান। ৪টি চারে ৩৩ রান করে আউট মুরশিদা। সানজিদা ৬টি চার ও ৩টি ছক্কায় ৬০ বলে ৭১ রানে অপরাজিত। আন্তর্জাতিক টি-টুয়েন্টিতে নিজের প্রথম ফিফটিতে চমক তার। এটি নারীদের আন্তর্জাতিক টি-টুয়েন্টিতে বাংলাদেশের সর্বোচ্চ ব্যক্তিগত রানের ইনিংসও।
জবাবে ব্যাট করতে নেমে থাইল্যান্ডের মেয়েরা তেমন কিছুই করতে পারেনি। শুরুর ১০ ওভারে ২০ রানেই শেষ ৪ উইকেট। এরপর শুধু পুরো ওভার খেলেছে। দুটি করে উইকেট নেন নাহিদা আক্তার ও শায়লা শারমিন। সালমা ৪ ওভারে ২ মেডেনসহ ৪ রানে ১ উইকেট।
এবার বাছাই পর্বে যুক্তরাষ্ট্রকে ৮ উইকেটে হারিয়ে শুরু মেয়েদের। পাপুয়া নিউগিনি ও স্কটল্যান্ডের বিপক্ষেও তুলে নেয় জয়। এরপর আয়ারল্যান্ডকে হারিয়ে দল পায় ফাইনালের টিকিট। নিশ্চিত হয় ২০২০ সালের ফেব্রুয়ারি-মার্চে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় আইসিসি টি-টুয়েন্টি বিশ্বকাপে খেলা।
অস্ট্রেলিয়া বিশ্বকাপে ‘এ’ গ্রুপে রয়েছে বাংলাদেশ। সেখানে লড়বে স্বাগতিক অস্ট্রেলিয়া, ভারত, নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কার সঙ্গে।
এ নিয়ে টানা চতুর্থবারের মতো টি-টুয়েন্টি বিশ্বকাপে খেলবে মেয়েরা। ২০১৪ সালে স্বাগতিক হিসেবে প্রথমবার বিশ্বকাপে খেলে। ২০১৬ ও ২০১৮ আসরে বাছাইপর্ব পেরিয়ে দল পায় মূল আসরে খেলার সুযোগ।
সংক্ষিপ্ত স্কোর-
বাংলাদেশ: ২০ ওভারে ১৩০/৫ (সানজিদা ৭১*, মুরশিদা ৩৩, নিগার ৮, শায়লা ৩, জাহানারা ৩, ফাহিমা ০, ফারজানা ২*; নাতায়া ২/৩১, তিপ্পোচ ১/১৮, লাওমি ১/১৩)।
থাইল্যান্ড: ২০ ওভারে ৬০/৭ (অংপাকা ১১, পাদুংলের্দ ১৫; জাহানারা ২-০-৩-০, নাহিদা ৪-১-১৭-২, রিতু মনি ২-০-৮-০, সালমা ৪-২-৪-১, খাদিজা ৩-১-৮-১, ফাহিমা ২-০-৭-০, শায়লা ৩-০-৯-২)।
ফল: বাংলাদেশ ৭০ রানে জয়ী
Discussion about this post