ঘরোয়া ক্রিকেটে তিনি শুধু সময়ের সেরাই নন, সর্বকালের সেরাদের একজন। রেকর্ড তার হয়ে কথা বলছে। দেশের প্রথম ক্রিকেটার হিসেবে করেছেন রেকর্ড ১০ হাজার রান আর ২৬টি সেঞ্চুরি। যদিও এরপরও জাতীয় দল থেকে ডাক মিলছে না তুষার ইমরানের। তবে এবার কিছুটা হলেও সুখবর আছে। বাংলাদেশ ক্রিকেট দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু মঙ্গলবার জানালেন, ঘরের মাঠে আসন্ন শ্রীলঙ্কা ‘এ’ দলের বিপক্ষে তুষার রয়েছেন নির্বাচকদের দৃষ্টিতে।
তুষার ইমরান তার ক্যারিয়ারের ৫ টেস্টের সবশেষটি খেলেছেন ২০০৭ সালের জুলাইয়ে। সে বছরই খেলেন ৪১ ওয়ানডের সর্বশেষটি। এরপর আর জাতীয় দলে সুযোগ মেলেনি। যদিও ঘরোয়া ক্রিকেটে অবশ্য বরাবরই নিয়মিত রান পেয়েছেন। এবারের জাতীয় লিগে ৬ ম্যাচে ৫৩.৮৬ গড়ে করেছেন ৩৭৭ রান। আর বিসিএলে এ পর্যন্ত ৫ ম্যাচে ৪ সেঞ্চুরিতে ৫৫৮ রান করেছেন।
এ অবস্থায় ৩৪ বছর বয়সী ক্রিকেটারটিকে নিয়ে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু বলেন, ‘ওকে নিয়ে আমরা বিবেচনা করছি। পারফরম্যান্সের সঙ্গে সমঝোতা হয় না।’জানা গেছে তিনি ছাড়াও শাহরিয়ার নাফীস, অলক কাপালি, নাঈম ইসলাম এবং আব্দুর রাজ্জাকেরও সুযোগ আসতে পারে।
আগামী জুনের প্রথম সপ্তাহে ঘরের মাঠে শ্রীলঙ্কার ‘এ’ দলের বিপক্ষে মুখোমুখি হবে বাংলাদেশ। এ সিরিজকে সামনে রেখে চলতি মাসের শেষ সপ্তাহে দল ঘোষণা করতে পারেন নির্বাচকরা।
Discussion about this post