১১ জন ক্রিকেটারের মধ্যে তিনজনই এক পরিবারের! একই ঘরের। তিন ভাই। বাংলাদেশ সফররত জিম্বাবুয়ে ক্রিকেট দলে এখন মাসাকাদজা ভাইদের জয়জয়কার। হ্যামিল্টন মাসাকাদজা এবং সিঙ্গিরাই মাসাকাদজা আগেই ছিলেন। এবার যোগ হলেন-ওয়েলিংটন মাসাকাদজা। সব কিছু ঠিক থাকলে ২৫ অক্টোবর মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম টেস্টে বাংলাদেশের বিপক্ষে মাঠে নামতে পারেন তারা।
এভাবে এক টেস্ট খেলুড়ে দলে ৩ ভাইয়ের মাঠে থাকার ঘঠনা সোয়াশ বছরেরও দীর্ঘ ইতিহাসে বেশ বিরল। এর আগে ১৯৬৯ সালে করাচি টেস্টে নিউজিল্যান্ডের বিপক্ষে পাকিস্তান দলে একই সঙ্গে খেলেছিলেন হানিফ মুহাম্মদ, মুশতাক মুহাম্মদ ও সাদিক মুহাম্মদ।
একই টেস্টে চার জোড়া ভাইকে খেলানোর একমাত্র কীর্তিটি হবে জিম্বাবুয়ের। ১৯৯৭ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে হারারে টেস্টে খেলেন ফ্লাওয়ার (অ্যান্ডি ও গ্রান্ট), স্ট্রাং (পল ও ব্রায়ান) ও এবং রেনি (জন ও গ্যাভিন) ব্রাদারর্স।
এবার যোগ হতে পারেন মাসাকাদজা ব্রাদারর্স। এছাড়া তিন ভাই একই টেস্টে খেলার ঘটনাই ইতিহাসে মাত্র তিনটি। এরমধ্যে আছেন ইংল্যান্ডের গ্রেস ও হিয়ার্ন ভাই এবং পাকিস্তানের ‘তিন’ মুহাম্মদ ভাই।
Discussion about this post