অস্ট্রেলিয়া সফরটা রীতিমতো দুঃস্বপ্ন হয়ে থাকল ইংল্যান্ডের। প্রথমে অ্যাশেজে বিপর্যয়। ০-৫ এ হার। এরপর তাদের বিপক্ষে
৪-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ জিতল অস্ট্রেলিয়া। এবার টি-টুয়েন্টি সিরিজেও একই গল্প। শুক্রবার দ্বিতীয় টি-টুয়েন্টিতে ইংল্যান্ডকে অনায়াসে ৮ উইকেটে হারিয়ে তিন ম্যাচের সিরিজে ২-০ এগিয়ে গেল অজিরা।
রোববার সিডনিতে সিরিজের শেষ টি-টুয়েন্টি।
সংক্ষিপ্ত স্কোর-
ইংল্যান্ড: ২০ ওভারে ১৩০/৯ (হেলস ১৬, লাম্ব ১৮, রুট ১৮, মর্গ্যান ৬, বাটলার ২২, বোপারা ৬, ব্রেসনান ১৮, ব্রড ১৮*, ট্রেডওয়েল ০; হেইজেলউড ৪/৩০)
অস্ট্রেলিয়া: ১৪.৫ ওভারে ১৩১/২ (হোয়াইট ৫৮*, ফিঞ্চ ১০, ম্যাক্সওয়েল ২, বেইলি ৬০*; ব্রেসনান ১/১১)
ফল: অস্ট্রেলিয়া ৮ উইকেটে জয়ী
ম্যাচসেরা: জশ হেইজেলউড
Discussion about this post