নাঈম ইসলাম জুনিয়রের স্পিন ম্যাজিকে এবার জিতল লিজেন্ডস অব রূপগঞ্জ (গাজী ট্যাংক ক্রিকেটার্স)। এনিয়ে ওয়ালটন ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে টানা দ্বিতীয় জয় পেল তারা। একইভাবে আবহনী লিমিডেটও পেল টানা দ্বিতীয় জয়। অন্যদিকে প্রথম ম্যাচের ধাক্কা সামলে উঠেছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব।
নাঈমের ম্যাজিক
শুক্রবার ছুটির দিনে ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে ম্যাচটা বেশ জমে উঠেছিল। কিন্তু শেষ মুহুর্তে নাঈম ইসলাম জুনিয়রের ঘুর্নি বল পারটেক্স স্পোর্টিং ক্লাবের বিপক্ষে লিজেন্ডস অব রূপগঞ্জকে এনে দিল ২৫ রানের দারুণ এক জয়।
ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে সকালে টস জিতে পারটেক্স। অধিনায়ক রাজিন সালেহ ব্যাটিংয়ে আমন্ত্রণ জানান গাজী ট্যাংককে। কিন্তু ১১ রান করে আউট আগের ম্যাচের হাফসেঞ্চুরিয়ান জহিরুল ইসলাম অমি। মোশাররফ রুবেল ৪ রানে ফিরে গেলে চাপে চ্যাম্পিয়নরা।
কিন্তু জুনায়েদ সিদ্দিকী এবং প্রথম ম্যাচের সেঞ্চুরিয়ান আসহার জাইদি হাল ধরেন। জুনায়েদ আউট ৪৪ রানে। ৪৫ জাইদির। অভিজ্ঞ ফয়সাল হোসেন ৬১ বলে ৫২ করে অপরাজিত থাকেন। রূপগঞ্জ ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে করে ২২৬ রান।
জবাব দিতে নেমে অধিনায়ক রাজিন সালেহ একাই লড়ে যাচ্ছিলেন। অবশ্য মেহরাব হোসেন জুনিয়র কিছুটা সঙ্গ দিয়েছেন তাকে। কিন্তু সেই নাঈম ভয়ংকর হয়ে উঠতে দিলেন না। নিলেন ৬ উইকেট। রাজিন অবশ্য সেঞ্চুরি তুলে নিলেন। করলেন ১৪৯ বলে ১০৫ রানে। মেহরাব ৫৩।
সংক্ষিপ্ত স্কোর
গাজী ট্যাংক (লিজেন্ড অব রূপগঞ্জ) : ২২৬/৯, ৫০ ওভার (জুনায়েদ ৪৪, আসহার ৪৫, ফয়সাল ৫২*, নাজমুল মিলন ২৮; আজিম ২/৪৮, দেওয়ান সাব্বির ২/৫৬, আবদুর রহমান ২/৩৪)।
পারটেক্স স্পোর্টিং : ২০১/১০, ৪৮.১ ওভার (রাজিন ১০৫, মেহরাব জুনিয়র ৫৩; নাঈম জুনিয়র ৬/৩৩)।
ফল : গাজী ট্যাংক ক্রিকেটার্স (লিজেন্ড অব রূপগঞ্জ) ২৫ রানে জয়ী।
জয়ের ধারায় আবাহনী
ওয়ালটন ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে টানা দ্বিতীয় জয় পেল আবাহনী। শুক্রবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তারা প্রাইম দোলেশ্বরকে হারাল ৮ উইকেটে।
সকালে টস হেরে ব্যাট করতে নেমে প্রাইম দোলেশ্বর ৪৮.৪ ওভারে করে ১৪৭ রান। হাবিবুর রহমান করেন ৪১। ৩ উইকেট নাজমুল অপুর।
জবাব দিতে নেমে আবাহনী ৩৭.২ ওভারে লক্ষ্যে পৌঁছে যায়া। লিটন কুমার দাস ১১১ বলে করেন ৯৮।
সংক্ষিপ্ত স্কোর
প্রাইম দোলেশ্বর : ১৪৭/১০ (মেহেদি ১৮, মালান ২৭, হাবিবুর ৪১, মুকতার ১৯; আল-আমিন ২/২৬, শুভাশীষ ২/৩৪, জিয়াউর ২/২৬, নাজমুল ৩/২২)।
আবাহনী : ১৪৮/২ (লিটন ৯৮, মজিদ ২৭, রাজাপাকসে ১৯*; ইলিয়াস সানি ২/৪০)।
ফল : আবাহনী ৮ উইকেটে জয়ী।
জয়ের ধারায় শেখ জামাল
ঢাকা প্রিমিয়ার লিগ ক্রিকেটের প্রথম হেরেছিল শেখ জামাল ধানমণ্ডি ক্লাব। কিন্তু দ্বিতীয় ম্যাচেই জয় তুলে নিল তুষার ইমরানের দল। কলাবাগান ক্রীড়া চক্রকে ১২২ রানে হারাল শেখ জামাল।
শুক্রবার বিকেএসপিতে ৫০ ওভারে শেখ জামাল করে ৫ উইকেটে ২৯৬। লিয়াম ডাওসন ১১৩ রানে অপরাজিত থাকেন। আবু সায়েম করেন ৪৪ রান। শাহরিয়ার নাফীস ৬৫।
জবাব দিতে নেমে কলাবাগান ৪৭.১ ওভারে ১৭৪ রানে অলআউট। শামসুর রহমান করেন ৫৪। শেখ জামালের আরাফাত সানি নেন ৫ উইকেট।
সংক্ষিপ্ত স্কোর
শেখ জামাল : ২৯৬/৫ (শাহরিয়ার ৬৫, ডাওসন ১১৩*, সায়েম ৪৪; ফরিউদ্দিন ২/৩০, রকিবুল ২/৪২)।
কলাবাগান ক্রীড়া চক্র : ১৭৪/১০ (শামসুর ৫৪, তাসামুল ৪৩, নাসুম ২৬; আরাফাত সানি ৫/১৮)।
ফল : শেখ জামাল ১২২ রানে জয়ী।
Discussion about this post