ক্রিকবিডি২৪.কম রিপোর্ট:
ইতিহাসের সেরা সময়টাই এখন কাটাচ্ছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। একের পর এক সাফল্যে সবার দৃষ্টি কেড়ে নিয়েছেন সালমা খাতুনরা। মোট ৪৫ দিনের ব্যবধানে দল পেয়েছে তিনটি ট্রফি। এবার আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ জয় এবং টি -টুয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বের ট্রফি নিয়ে সোমবার দেশে ফিরল চ্যাম্পিয়ন দল। জোড়া ট্রফি নিয়ে সালমা-জাহানারা-রুমানাদের অন্যরকম এক ফেরা।
এদিন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে টাইগ্রেসদের স্বাগত জানান বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নিজামউদ্দিন চৌধুরী সুজন। তিনি বিজয়ী ক্রিকেটারদের মিষ্টিমুখ করানোর পাশাপাশি হাতে তুলে দেন ফুলের তোড়া! এই ক্রিকেটাররাই কিছুদিন আগে পেয়েছেন কোটি টাকা পুরস্কার।
গত মে মাসে মালয়েশিয়ায় এশিয়া কাপে চমক দেখায় বাংলাদেশের মেয়েরা। ফেভারিট ভারতকে হারিয়ে মেয়েরা গড়ে নতুন এক ইতিহাস। প্রথমবারের মতো ট্রফি জিতে দেশ ফিরে দল। এবার আরো দুটি ট্রফি জিতলেন সালমা খাতুনরা।
নেদারল্যান্ডসে টি-টুয়েন্টি বিশ্বকাপের বাছাই পর্বে নিজেদের প্রতিটি ম্যাচেই জয় তুলে নেয় বাংলাদেশ। অপরাজিত থেকে ফাইনালে জায়গা করে নেয় বাংলাদেশ। একইসঙ্গে জায়গা করে নেয় টি-টুয়েন্টি বিশ্বকাপের চূড়ান্ত পর্বে।
আর ফাইনালে আয়ারল্যান্ডকে ২৫ রানে হারিয়ে ৮ দলের বিশ্বকাপ বাছাইপর্বের ট্রফি জিতে সালমারা।
আগামী ৯ নভেম্বর থেকে ওয়েস্ট ইন্ডিজে শুরু হবে মেয়েদের টি-টুয়েন্টি বিশ্বকাপ। ২৪ নভেম্বর পর্যন্ত চলবে মাঠের লড়াই। ‘এ’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ ইংল্যান্ড, শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা ও স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ। তার আগে এখন আপাতত কয়েক সপ্তাহ বিশ্রামে থাকবেন জাতীয় দলের নারী ক্রিকেটাররা।
Discussion about this post